বিডিজেন ডেস্ক
বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। ইমোতে আপনি চাইলে রিংটোনও পরিবর্তন করতে পারেন।
চলুন জেনে নিই ইমোতে কীভাবে আপনি রিংটোন পরিবর্তন করবেন।
কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে রিংটোনে প্রবেশ করুন। এখান থেকে আপনি ইমোতে রিংটোন সেট করতে পারবেন।
রিংটোনের পাশাপাশি ইমোতে আপনি চাইলে কলার টিউনও সেট করতে পারবেন। কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে কলার টিউনে প্রবেশ করুন। এখান থেকে আপনি ইমোতে কলার টিউন সেট করতে পারবেন।
তথ্যসূত্র: ইমোর ওয়েবসাইট
বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। ইমোতে আপনি চাইলে রিংটোনও পরিবর্তন করতে পারেন।
চলুন জেনে নিই ইমোতে কীভাবে আপনি রিংটোন পরিবর্তন করবেন।
কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে রিংটোনে প্রবেশ করুন। এখান থেকে আপনি ইমোতে রিংটোন সেট করতে পারবেন।
রিংটোনের পাশাপাশি ইমোতে আপনি চাইলে কলার টিউনও সেট করতে পারবেন। কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে কলার টিউনে প্রবেশ করুন। এখান থেকে আপনি ইমোতে কলার টিউন সেট করতে পারবেন।
তথ্যসূত্র: ইমোর ওয়েবসাইট
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫