logo
জেনে নিন

ইমোতে যেভাবে হাইকোয়ালিটির ভিডিও কল করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
ইমোতে যেভাবে হাইকোয়ালিটির ভিডিও কল করবেন

বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। অনেক সময় ইমোতে ভিডিও কল চলাকালে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কল বাধাগ্রস্ত, ঝাপসা ছবি ইত্যাদি। চলুন জেনে নিই ইমো অ্যাপ দিয়ে কীভাবে হাইকোয়ালিটির ভিডিও কল করবেন।

একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন

ইমোতে হাইকোয়ালিটির ভিডিও কল করতে প্রথমেই প্রয়োজন একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকা। আপনি যদি ওয়াই-ফাই ব্যবহার করেন, তাহলে ভালো সংযোগ পেতে নিজেকে রাউটারের কাছাকাছি রাখার চেষ্টা করুন। আপনার নেটওয়ার্কে থাকা অন্যান্য ডিভাইসগুলোকে সরিয়ে দিন যা আপনার কলের সময় ব্যান্ডউইথ ব্যবহার করতে পারে। আপনি যদি মোবাইল সিমের ডেটার উপর নির্ভর করেন, তবে দ্রুত গতির জন্য ৪জি বা এলটিই নেটওয়ার্কে সুইচ করুন।

আলো এবং ব্যাকগ্রাউন্ড অনুকূলে রাখুন

হাইকোয়ালিটির ভিডিও কল করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার আলো এবং ব্যাকগ্রাউন্ড অনুকূল করা। নিজেকে একটি ভালো আলোকিত জায়গায় নিয়ে যান।

সরাসরি জানালা বা অন্য কোনও শক্তিশালী আলোর উৎসের সামনে বসা এড়িয়ে চলুন কারণ এটি আপনার মুখে অতিরিক্ত এক্সপোজার বা ছায়া সৃষ্টি করতে পারে। এছাড়া ভিডিও কলের সময় আপনার ব্যাকগ্রাউন্ডের প্রতি মনোযোগ দিন। একটি বিশৃঙ্খলা-মুক্ত পরিবেশ বেছে নিন।

হেডসেট বা ইয়ারফোন ব্যবহার করুন

ইমোতে ভিডিও কলের সময় হেডসেট বা ইয়ারফোন ব্যবহার করুন। একটি ভাল মানের হেডসেট ব্যাকগ্রাউন্ডের শব্দ দূর করতে এবং স্পষ্ট অডিও ট্রান্সমিশন নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

ইমো সেটিংস সামঞ্জস্য করুন

ইমো বেশ কয়েকটি সেটিংস রয়েছে যেগুলো কাস্টমাইজ করে আপনি হাইকোয়ালিটির ভিডিও কল করতে পারবেন।

প্রথমে, ইমোর অ্যাপের মধ্যে আপনার ক্যামেরার সেটিংস দেখুন। নিশ্চিত করুন যে, সেরা ভিডিও মানের জন্য ক্যামেরা রেজোলিউশনটি সর্বোচ্চ সম্ভাব্য সেটিংসে সেট করা আছে। আপনি আপনার পছন্দ অনুসারে উজ্জ্বলতা, কনট্রাস্টের মাত্রা সামঞ্জস্য করতে পারেন।

দ্বিতীয়ত, আপনার মাইক্রোফোনের সেটিংস সঠিকভাবে কনফিগার করা আছে কিনা তা নিশ্চিত করুন। কল করার আগে আপনার মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করুন এবং প্রয়োজনে ভলিউমের মাত্রা সামঞ্জস্য করুন।

সবশেষে, আপনি যদি সীমিত ডেটা খরচ করতে চান তবে ইমোর সেটিংসে লো ডেটা ইউসেজ অপশনটি সক্রিয় করুন। এত কম ডেটায় আপনি হাইকোয়ালিটির ভিডিও কল করতে পারবেন।

তথ্যসূত্র: আস্ক ডট কম

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৬ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৫ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫