logo
জেনে নিন

বছর শেষ হওয়ার আগে এই ৭টি কাজ করতে ভুলবেন না

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
বছর শেষ হওয়ার আগে এই ৭টি কাজ করতে ভুলবেন না

আর মাত্র কিছু দিন পরই শুরু হবে নতুন আরেকটি বছরের পথচলা। কিন্তু এ বছর শেষ হওয়ার আগে কিছু কাজ করে ফেলা জরুরি। এতে নতুন বছরটি হয়ে উঠতে পারে অর্থপূর্ণ। চলুন জেনে নিই, সেই কাজগুলো কী কী।

  • ২০২৪–এর একেবারে শেষে এসে সময় করে বছরটার দিকে একটু ফিরে তাকান। সবচেয়ে ভালো কী ঘটেছে, কোথায় ঘুরতে গিয়েছিলেন, সেখানকার সুন্দর স্মৃতি কী, কোন ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার আছে, সেগুলো কী, আপনার কোন কাজ নিয়ে আপনি গর্বিত, এসবে নজর দিন। ২০২৪ সালে তোলা সবচেয়ে সুন্দর ছবি কোনগুলো, সেখানেও চোখ বুলিয়ে নিন।
  • ২০২৪ সালে কোন ঘটনাগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, সেগুলোর একটা তালিকা তৈরি করুন। বড় বা ছোট আনন্দগুলো তালিকায় রাখুন। ইতিবাচক হতে সাহায্য করবে এটি।
  • নিজের ঘরবাড়ি, ফোন, অফিস স্পেস, মন সবই ডিক্লাটার করুন। যা কিছু আর ২০২৫ সালে প্রয়োজন নেই, সেগুলো বাতিল করুন। নতুন বছরের জন্য নিজেকে নতুনভাবে ইতিবাচকতার সঙ্গে প্রস্তুত করুন।
  • যে বন্ধুদের বা পরিবারের কাছ থেকে দূরে সরে এসেছেন, তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ করুন। খোঁজখবর নিন। কাছের মানুষদের সঙ্গে ‘রিকানেক্ট’ করার আনন্দ আপনাকে নতুন বছরের জন্য ইতিবাচকতার শক্তি জোগাবে।
  • নতুন বছরের লক্ষ্য ঠিক করে ফেলার এখনই সময়। যেমন স্বাস্থ্যকর জীবনযাপনের লক্ষ্য স্থির করে ফেলতে পারেন। শরীরচর্চা করা বা ঘরে রান্না করা খাবার খাওয়ার লক্ষ্য ঠিক করতে পারেন।
  • ২০২৪ সালে আপনার জীবনের কঠিনতম সময়ে যারা আপনার পাশে ছিলেন, তাদের নিয়ে কোথাও খেতে যান, উপহার দিন, ধন্যবাদ জানান। উদ্‌যাপন করুন।
  • বছর শেষ হওয়ার আগে নতুন কিছু করার চেষ্টা করুন। সামান্য পরিবর্তন আপনার সৃজনশীলতাকে উজ্জীবিত করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

১ দিন আগে

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা

১০ দিন আগে

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

১১ দিন আগে