বিডিজেন ডেস্ক
শীতকালে দীর্ঘদিন ফ্যান বন্ধ থাকার পর তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি শট-সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
শীতের পর ফ্যান চালানোর সময় কোন কোন নিয়ম মানতে হবে, চলুন জেনে নেওয়া যাক-
ফ্যান চালু করার আগে, অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যাতে ফ্যানের ওপরে কোনো ময়লা না থাকে। ডিটারজেন্টযুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন।
ফ্যান চালানোর আগে পারলে একজন ইলেকট্রিকের কাজ করার লোক ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন। তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না।
টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। তাহলে টেবিল ফ্যানেরা পাখার ভিতর কোনও ময়লা থাকবে না ও ভালো হাওয়া পাবেন।
টেবিল ফ্যান হোক আর সিলিং ফ্যান শীতের শেষে ফের চালু করার আগে একবার সার্ভিস করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো। তাহলে পুরো গরমে আর কোনো চিন্তা থাকবে না।
এছাড়া ফ্যান চালু করার আগে একজন ইলেকট্রিক সামান্য কাজ জানা লোক সামনে থাকলে বেশি ভালো। তাহলে কোনোরকম বিপদ বুঝলে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন।
তথ্যসূত্র: নিউজ১৮
শীতকালে দীর্ঘদিন ফ্যান বন্ধ থাকার পর তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি শট-সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
শীতের পর ফ্যান চালানোর সময় কোন কোন নিয়ম মানতে হবে, চলুন জেনে নেওয়া যাক-
ফ্যান চালু করার আগে, অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যাতে ফ্যানের ওপরে কোনো ময়লা না থাকে। ডিটারজেন্টযুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন।
ফ্যান চালানোর আগে পারলে একজন ইলেকট্রিকের কাজ করার লোক ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন। তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না।
টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। তাহলে টেবিল ফ্যানেরা পাখার ভিতর কোনও ময়লা থাকবে না ও ভালো হাওয়া পাবেন।
টেবিল ফ্যান হোক আর সিলিং ফ্যান শীতের শেষে ফের চালু করার আগে একবার সার্ভিস করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো। তাহলে পুরো গরমে আর কোনো চিন্তা থাকবে না।
এছাড়া ফ্যান চালু করার আগে একজন ইলেকট্রিক সামান্য কাজ জানা লোক সামনে থাকলে বেশি ভালো। তাহলে কোনোরকম বিপদ বুঝলে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন।
তথ্যসূত্র: নিউজ১৮
পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।
কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা
গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।
কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা
৯ দিন আগে