বিডিজেন ডেস্ক
একটা জিনিস কি খেয়াল করেছেন- যাত্রীবাহী প্লেনের রং সবসময়ই সাদা হয়। কেবল প্লেনের গায়ে কোম্পানির লোগো আর লেজের কাছে খানিকটা রং থাকতে পারে। বাকি গোটা প্লেনের গায়ের রংই সাদা।
আপনার মনে হয়তো এখন প্রশ্ন জেগেছে, যাত্রীবাহী প্লেনের রং সাদা হয় কেন? অন্য রং নয় কেন?
আসলে যাত্রীবাহী প্লেনটি বিমানবন্দরে পার্ক করা হোক বা উড়ন্ত অবস্থায় সবসময়ই সূর্যের আলোর মধ্যে থাকে। সূর্যের ইনফ্রারেড রশ্মির কারণে উত্তপ্ত হতে পারে। কিন্তু সাদা রঙের কারণে সূর্যের আলো প্লেনে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে প্লেনের ভেতরটি উত্তপ্ত হয় না।
প্লেনটি উড়ে যাওয়া থেকে রানওয়েতে অবতরণ করা পর্যন্ত বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যায়। ভিন্ন পরিবেশের মধ্যে চলাচল কারণে যেকোনো রং বিবর্ণ হতে পারে, কিন্তু সাদার ক্ষেত্রে এমনটা হয় না। ফলে প্লেনে বারবার রঙ করার প্রয়োজন হয় না। প্লেনগুলো অন্য রঙের হলে রক্ষণাবেক্ষণের খরচ আরো বেড়ে যেত।
প্রতিটি প্লেন ওড়ার আগে একবার ভালো করে পর্যবেক্ষণ করা হয়। তবে সাদা রং হওয়ার কারণে কোনো জায়গায় ফাটল থাকলে তা সহজে দেখা যায়। প্লেনটি যদি অন্য রঙের হতো তাহলে ফাটল বোঝা যেত না এবং দুর্ঘটনা ঘটতে পারত। সম্ভবত প্লেন সাদা রং করার এটিও একটি কারণ।
মাঝেমধ্যেই প্লেনে বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে সাদা রং হওয়ার কারণে। আসলে পাখিরা নীল আকাশের দূর থেকে সাদা রং ভালো দেখতে পায়। এর ফলে বার্ড স্ট্রাইকের মতো ঘটনা ঘটে না এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করেন।
তথ্যসূত্র: নিউজ১৮
একটা জিনিস কি খেয়াল করেছেন- যাত্রীবাহী প্লেনের রং সবসময়ই সাদা হয়। কেবল প্লেনের গায়ে কোম্পানির লোগো আর লেজের কাছে খানিকটা রং থাকতে পারে। বাকি গোটা প্লেনের গায়ের রংই সাদা।
আপনার মনে হয়তো এখন প্রশ্ন জেগেছে, যাত্রীবাহী প্লেনের রং সাদা হয় কেন? অন্য রং নয় কেন?
আসলে যাত্রীবাহী প্লেনটি বিমানবন্দরে পার্ক করা হোক বা উড়ন্ত অবস্থায় সবসময়ই সূর্যের আলোর মধ্যে থাকে। সূর্যের ইনফ্রারেড রশ্মির কারণে উত্তপ্ত হতে পারে। কিন্তু সাদা রঙের কারণে সূর্যের আলো প্লেনে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে প্লেনের ভেতরটি উত্তপ্ত হয় না।
প্লেনটি উড়ে যাওয়া থেকে রানওয়েতে অবতরণ করা পর্যন্ত বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যায়। ভিন্ন পরিবেশের মধ্যে চলাচল কারণে যেকোনো রং বিবর্ণ হতে পারে, কিন্তু সাদার ক্ষেত্রে এমনটা হয় না। ফলে প্লেনে বারবার রঙ করার প্রয়োজন হয় না। প্লেনগুলো অন্য রঙের হলে রক্ষণাবেক্ষণের খরচ আরো বেড়ে যেত।
প্রতিটি প্লেন ওড়ার আগে একবার ভালো করে পর্যবেক্ষণ করা হয়। তবে সাদা রং হওয়ার কারণে কোনো জায়গায় ফাটল থাকলে তা সহজে দেখা যায়। প্লেনটি যদি অন্য রঙের হতো তাহলে ফাটল বোঝা যেত না এবং দুর্ঘটনা ঘটতে পারত। সম্ভবত প্লেন সাদা রং করার এটিও একটি কারণ।
মাঝেমধ্যেই প্লেনে বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে সাদা রং হওয়ার কারণে। আসলে পাখিরা নীল আকাশের দূর থেকে সাদা রং ভালো দেখতে পায়। এর ফলে বার্ড স্ট্রাইকের মতো ঘটনা ঘটে না এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করেন।
তথ্যসূত্র: নিউজ১৮
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫