বিডিজেন ডেস্ক
একটা জিনিস কি খেয়াল করেছেন- যাত্রীবাহী প্লেনের রং সবসময়ই সাদা হয়। কেবল প্লেনের গায়ে কোম্পানির লোগো আর লেজের কাছে খানিকটা রং থাকতে পারে। বাকি গোটা প্লেনের গায়ের রংই সাদা।
আপনার মনে হয়তো এখন প্রশ্ন জেগেছে, যাত্রীবাহী প্লেনের রং সাদা হয় কেন? অন্য রং নয় কেন?
আসলে যাত্রীবাহী প্লেনটি বিমানবন্দরে পার্ক করা হোক বা উড়ন্ত অবস্থায় সবসময়ই সূর্যের আলোর মধ্যে থাকে। সূর্যের ইনফ্রারেড রশ্মির কারণে উত্তপ্ত হতে পারে। কিন্তু সাদা রঙের কারণে সূর্যের আলো প্লেনে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে প্লেনের ভেতরটি উত্তপ্ত হয় না।
প্লেনটি উড়ে যাওয়া থেকে রানওয়েতে অবতরণ করা পর্যন্ত বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যায়। ভিন্ন পরিবেশের মধ্যে চলাচল কারণে যেকোনো রং বিবর্ণ হতে পারে, কিন্তু সাদার ক্ষেত্রে এমনটা হয় না। ফলে প্লেনে বারবার রঙ করার প্রয়োজন হয় না। প্লেনগুলো অন্য রঙের হলে রক্ষণাবেক্ষণের খরচ আরো বেড়ে যেত।
প্রতিটি প্লেন ওড়ার আগে একবার ভালো করে পর্যবেক্ষণ করা হয়। তবে সাদা রং হওয়ার কারণে কোনো জায়গায় ফাটল থাকলে তা সহজে দেখা যায়। প্লেনটি যদি অন্য রঙের হতো তাহলে ফাটল বোঝা যেত না এবং দুর্ঘটনা ঘটতে পারত। সম্ভবত প্লেন সাদা রং করার এটিও একটি কারণ।
মাঝেমধ্যেই প্লেনে বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে সাদা রং হওয়ার কারণে। আসলে পাখিরা নীল আকাশের দূর থেকে সাদা রং ভালো দেখতে পায়। এর ফলে বার্ড স্ট্রাইকের মতো ঘটনা ঘটে না এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করেন।
তথ্যসূত্র: নিউজ১৮
একটা জিনিস কি খেয়াল করেছেন- যাত্রীবাহী প্লেনের রং সবসময়ই সাদা হয়। কেবল প্লেনের গায়ে কোম্পানির লোগো আর লেজের কাছে খানিকটা রং থাকতে পারে। বাকি গোটা প্লেনের গায়ের রংই সাদা।
আপনার মনে হয়তো এখন প্রশ্ন জেগেছে, যাত্রীবাহী প্লেনের রং সাদা হয় কেন? অন্য রং নয় কেন?
আসলে যাত্রীবাহী প্লেনটি বিমানবন্দরে পার্ক করা হোক বা উড়ন্ত অবস্থায় সবসময়ই সূর্যের আলোর মধ্যে থাকে। সূর্যের ইনফ্রারেড রশ্মির কারণে উত্তপ্ত হতে পারে। কিন্তু সাদা রঙের কারণে সূর্যের আলো প্লেনে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে প্লেনের ভেতরটি উত্তপ্ত হয় না।
প্লেনটি উড়ে যাওয়া থেকে রানওয়েতে অবতরণ করা পর্যন্ত বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যায়। ভিন্ন পরিবেশের মধ্যে চলাচল কারণে যেকোনো রং বিবর্ণ হতে পারে, কিন্তু সাদার ক্ষেত্রে এমনটা হয় না। ফলে প্লেনে বারবার রঙ করার প্রয়োজন হয় না। প্লেনগুলো অন্য রঙের হলে রক্ষণাবেক্ষণের খরচ আরো বেড়ে যেত।
প্রতিটি প্লেন ওড়ার আগে একবার ভালো করে পর্যবেক্ষণ করা হয়। তবে সাদা রং হওয়ার কারণে কোনো জায়গায় ফাটল থাকলে তা সহজে দেখা যায়। প্লেনটি যদি অন্য রঙের হতো তাহলে ফাটল বোঝা যেত না এবং দুর্ঘটনা ঘটতে পারত। সম্ভবত প্লেন সাদা রং করার এটিও একটি কারণ।
মাঝেমধ্যেই প্লেনে বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে সাদা রং হওয়ার কারণে। আসলে পাখিরা নীল আকাশের দূর থেকে সাদা রং ভালো দেখতে পায়। এর ফলে বার্ড স্ট্রাইকের মতো ঘটনা ঘটে না এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করেন।
তথ্যসূত্র: নিউজ১৮
দেশজুড়ে বাড়ছে তাপমাত্রা। এই গরমে ফ্যান বা এসি বন্ধ করে এক মুহূর্তও থাকা যাচ্ছে না। এই সময় অনেকেরই অভ্যাস থাকে সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের নিচে মাথা দিয়ে ঘুমানোর।
মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। আপনি কখন অনলাইনে আছেন বা সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যান তারা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তায় বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হ
ঈদ সামনে রেখে অনলাইনে বিভিন্ন পণ্য কেনার জন্য ঢুঁ মারছেন অনেকেই। ইন্টারনেট ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে পণ্যের ভুয়া বা লোভনীয় অফার দেওয়ার পাশাপাশি বিভিন্ন কৌশলে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। চলুন জেনে নিই, অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে নিরাপদ থাকতে চাইলে কোন কোন সতর্কতা জরুরি।
স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ফোন একটু পুরোনো হলেই নানা সমস্যা দেখা দেয়। যেমন- ফোন গরম হয়ে যাওয়া, গতি ধীর হওয়া, হ্যাং হওয়া, চার্জ হতে বেশি সময় নেওয়া সহ নানান সমস্যা।
মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। আপনি কখন অনলাইনে আছেন বা সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যান তারা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তায় বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হ
১ দিন আগেঈদ সামনে রেখে অনলাইনে বিভিন্ন পণ্য কেনার জন্য ঢুঁ মারছেন অনেকেই। ইন্টারনেট ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে পণ্যের ভুয়া বা লোভনীয় অফার দেওয়ার পাশাপাশি বিভিন্ন কৌশলে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। চলুন জেনে নিই, অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে নিরাপদ থাকতে চাইলে কোন কোন সতর্কতা জরুরি।
২ দিন আগে