বিডিজেন ডেস্ক
বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। ইমোতে এখন অনেকেই কলার টিউন অন করেন। আপনার কলার টিউন হচ্ছে এক ধরনের আওয়াজ যা কলার কল করার সময় শুনতে পায়।
চলুন জেনে নিই ইমোতে কীভাবে আপনি আপনার পছন্দ মতো কলার টিউন সেট করবেন।
কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে কলার টিউনে প্রবেশ করুন। এভাবে আপনি ইমোতে কলার টিউন সেট করতে পারবেন।
মনে রাখবেন:
১. কলার টিউন সেটিং আইওএস ডিভাইস এবং ইমো এইচডি সংস্করণে পাওয়া যায় না।
২. কলার টিউন সেটিং কিছু নির্দিষ্ট অঞ্চলে (যেমন: ভারত) সমর্থন করে না।
৩. ইমোতে আপনার আরও ভালো অভিজ্ঞতা পাওয়ার জন্য অ্যাপটির আপডেট ভার্সন ব্যবহার করুন।
তথ্যসূত্র: ইমোর ওয়েবসাইট থেকে নেওয়া
বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। বিশেষ করে প্রবাসীদের কাছে অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে ২০ কোটি মানুষ এই ইমো অ্যাপ ব্যবহার করে। ইমোতে এখন অনেকেই কলার টিউন অন করেন। আপনার কলার টিউন হচ্ছে এক ধরনের আওয়াজ যা কলার কল করার সময় শুনতে পায়।
চলুন জেনে নিই ইমোতে কীভাবে আপনি আপনার পছন্দ মতো কলার টিউন সেট করবেন।
কলার টিউন সেট বা পরিবর্তন করতে আপনাকে প্রথমে ইমো সেটিংসে যেতে হবে। এরপর নোটফিকশনে ট্যাপ করুন। এরপর কলস অপশনে যান। সেখান থেকে কলার টিউনে প্রবেশ করুন। এভাবে আপনি ইমোতে কলার টিউন সেট করতে পারবেন।
মনে রাখবেন:
১. কলার টিউন সেটিং আইওএস ডিভাইস এবং ইমো এইচডি সংস্করণে পাওয়া যায় না।
২. কলার টিউন সেটিং কিছু নির্দিষ্ট অঞ্চলে (যেমন: ভারত) সমর্থন করে না।
৩. ইমোতে আপনার আরও ভালো অভিজ্ঞতা পাওয়ার জন্য অ্যাপটির আপডেট ভার্সন ব্যবহার করুন।
তথ্যসূত্র: ইমোর ওয়েবসাইট থেকে নেওয়া
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।