বিডিজেন ডেস্ক
শীত বিদায় নিচ্ছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া তারই জানান দিচ্ছে । অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ হয়তো খুব শিগগিরই এসি ব্যবহার শুরু করবেন। তবে গত দুই-তিন মাস এসি বন্ধ থাকায় এখন চালু করলে বিভিন্ন সমস্যা হতে পারে। এ সমস্যাগুলো এড়াতে এসি চালু করার আগে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। চলুন জেনে নেওয়া যাক-
ফিল্টার পরিষ্কার করুন
এসিতে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো-ময়লা দূর করে। এমন অবস্থায় ফিল্টারে ময়লা জমে। তাই গরমে এসি চালু করার আগে ফিল্টার পরিষ্কার করে নিন। যাতে এসির শীতল ক্ষমতা কমে না যায়। কারণ ফিল্টার নোংরা থাকলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে চায় না।
আউটডোর ইউনিটও পরিষ্কার করুন
এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে ধুলো-ময়লা জমে। এমন অবস্থায় পরিষ্কার করুন নাহলে এসির কুলিং সিস্টেম ঠিক মতো কাজ করে না। তাই সেদিকে নজর রাখা খুব প্রয়োজন।
মোড এবং তাপমাত্রা পরীক্ষা করুন
এসি অনেক দিনের জন্য বন্ধ থাকলে, কখনও কখনও এটি বন্ধ করার আগে এর মোড এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে। ফলে এসি আবার চালু করার পরে, মোড এবং তাপমাত্রাও পরীক্ষা করুন।
কয়েলগুলো পরিষ্কার করুন
বেশ কয়েক মাস না চলার কারণে কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমা হতে পারে। এমন পরিস্থিতিতে, গরমে আবার এসি চালু করার আগে সেগুলো পরিষ্কার করুন।
তারগুলো পরীক্ষা করুন
অনেক সময় বাড়িতে ইঁদুর থাকলে এসির তার কেটে ফেলে। ফলে অনেক দিন যেহেতু এসি বন্ধ আছে, তাই আপনি খেয়ালও করেননি। এবার গরমে হঠাৎ চালাতে গিয়ে দেখলেন, চলছে না। তাই সুইচ অন করার আগে, সমস্ত সংযুক্ত তারগুলি পরীক্ষা করে নিন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস
শীত বিদায় নিচ্ছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া তারই জানান দিচ্ছে । অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ হয়তো খুব শিগগিরই এসি ব্যবহার শুরু করবেন। তবে গত দুই-তিন মাস এসি বন্ধ থাকায় এখন চালু করলে বিভিন্ন সমস্যা হতে পারে। এ সমস্যাগুলো এড়াতে এসি চালু করার আগে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। চলুন জেনে নেওয়া যাক-
ফিল্টার পরিষ্কার করুন
এসিতে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো-ময়লা দূর করে। এমন অবস্থায় ফিল্টারে ময়লা জমে। তাই গরমে এসি চালু করার আগে ফিল্টার পরিষ্কার করে নিন। যাতে এসির শীতল ক্ষমতা কমে না যায়। কারণ ফিল্টার নোংরা থাকলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে চায় না।
আউটডোর ইউনিটও পরিষ্কার করুন
এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে ধুলো-ময়লা জমে। এমন অবস্থায় পরিষ্কার করুন নাহলে এসির কুলিং সিস্টেম ঠিক মতো কাজ করে না। তাই সেদিকে নজর রাখা খুব প্রয়োজন।
মোড এবং তাপমাত্রা পরীক্ষা করুন
এসি অনেক দিনের জন্য বন্ধ থাকলে, কখনও কখনও এটি বন্ধ করার আগে এর মোড এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে। ফলে এসি আবার চালু করার পরে, মোড এবং তাপমাত্রাও পরীক্ষা করুন।
কয়েলগুলো পরিষ্কার করুন
বেশ কয়েক মাস না চলার কারণে কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমা হতে পারে। এমন পরিস্থিতিতে, গরমে আবার এসি চালু করার আগে সেগুলো পরিষ্কার করুন।
তারগুলো পরীক্ষা করুন
অনেক সময় বাড়িতে ইঁদুর থাকলে এসির তার কেটে ফেলে। ফলে অনেক দিন যেহেতু এসি বন্ধ আছে, তাই আপনি খেয়ালও করেননি। এবার গরমে হঠাৎ চালাতে গিয়ে দেখলেন, চলছে না। তাই সুইচ অন করার আগে, সমস্ত সংযুক্ত তারগুলি পরীক্ষা করে নিন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫