বিডিজেন ডেস্ক
শীত বিদায় নিচ্ছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া তারই জানান দিচ্ছে । অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ হয়তো খুব শিগগিরই এসি ব্যবহার শুরু করবেন। তবে গত দুই-তিন মাস এসি বন্ধ থাকায় এখন চালু করলে বিভিন্ন সমস্যা হতে পারে। এ সমস্যাগুলো এড়াতে এসি চালু করার আগে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। চলুন জেনে নেওয়া যাক-
ফিল্টার পরিষ্কার করুন
এসিতে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো-ময়লা দূর করে। এমন অবস্থায় ফিল্টারে ময়লা জমে। তাই গরমে এসি চালু করার আগে ফিল্টার পরিষ্কার করে নিন। যাতে এসির শীতল ক্ষমতা কমে না যায়। কারণ ফিল্টার নোংরা থাকলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে চায় না।
আউটডোর ইউনিটও পরিষ্কার করুন
এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে ধুলো-ময়লা জমে। এমন অবস্থায় পরিষ্কার করুন নাহলে এসির কুলিং সিস্টেম ঠিক মতো কাজ করে না। তাই সেদিকে নজর রাখা খুব প্রয়োজন।
মোড এবং তাপমাত্রা পরীক্ষা করুন
এসি অনেক দিনের জন্য বন্ধ থাকলে, কখনও কখনও এটি বন্ধ করার আগে এর মোড এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে। ফলে এসি আবার চালু করার পরে, মোড এবং তাপমাত্রাও পরীক্ষা করুন।
কয়েলগুলো পরিষ্কার করুন
বেশ কয়েক মাস না চলার কারণে কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমা হতে পারে। এমন পরিস্থিতিতে, গরমে আবার এসি চালু করার আগে সেগুলো পরিষ্কার করুন।
তারগুলো পরীক্ষা করুন
অনেক সময় বাড়িতে ইঁদুর থাকলে এসির তার কেটে ফেলে। ফলে অনেক দিন যেহেতু এসি বন্ধ আছে, তাই আপনি খেয়ালও করেননি। এবার গরমে হঠাৎ চালাতে গিয়ে দেখলেন, চলছে না। তাই সুইচ অন করার আগে, সমস্ত সংযুক্ত তারগুলি পরীক্ষা করে নিন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস
শীত বিদায় নিচ্ছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া তারই জানান দিচ্ছে । অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ হয়তো খুব শিগগিরই এসি ব্যবহার শুরু করবেন। তবে গত দুই-তিন মাস এসি বন্ধ থাকায় এখন চালু করলে বিভিন্ন সমস্যা হতে পারে। এ সমস্যাগুলো এড়াতে এসি চালু করার আগে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। চলুন জেনে নেওয়া যাক-
ফিল্টার পরিষ্কার করুন
এসিতে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো-ময়লা দূর করে। এমন অবস্থায় ফিল্টারে ময়লা জমে। তাই গরমে এসি চালু করার আগে ফিল্টার পরিষ্কার করে নিন। যাতে এসির শীতল ক্ষমতা কমে না যায়। কারণ ফিল্টার নোংরা থাকলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে চায় না।
আউটডোর ইউনিটও পরিষ্কার করুন
এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে ধুলো-ময়লা জমে। এমন অবস্থায় পরিষ্কার করুন নাহলে এসির কুলিং সিস্টেম ঠিক মতো কাজ করে না। তাই সেদিকে নজর রাখা খুব প্রয়োজন।
মোড এবং তাপমাত্রা পরীক্ষা করুন
এসি অনেক দিনের জন্য বন্ধ থাকলে, কখনও কখনও এটি বন্ধ করার আগে এর মোড এবং তাপমাত্রা পরিবর্তন হতে পারে। ফলে এসি আবার চালু করার পরে, মোড এবং তাপমাত্রাও পরীক্ষা করুন।
কয়েলগুলো পরিষ্কার করুন
বেশ কয়েক মাস না চলার কারণে কনডেন্সার এবং ইভাপোরেটর কয়েলে ময়লা জমা হতে পারে। এমন পরিস্থিতিতে, গরমে আবার এসি চালু করার আগে সেগুলো পরিষ্কার করুন।
তারগুলো পরীক্ষা করুন
অনেক সময় বাড়িতে ইঁদুর থাকলে এসির তার কেটে ফেলে। ফলে অনেক দিন যেহেতু এসি বন্ধ আছে, তাই আপনি খেয়ালও করেননি। এবার গরমে হঠাৎ চালাতে গিয়ে দেখলেন, চলছে না। তাই সুইচ অন করার আগে, সমস্ত সংযুক্ত তারগুলি পরীক্ষা করে নিন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস
সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।