বিডিজেন ডেস্ক
ধনী হতে অ্যাকাডেমিক শিক্ষা প্রয়োজন নাকি যোগ্যতা? বিশ্বের শীর্ষ ধনীদের কার পড়াশোনা কতদূর? যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণ ‘রিয়েল টাইম’ বা তাৎক্ষণিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করে। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টার তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ৫ ধনী হলেন যথাক্রমে— ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ল্যারি এলিসন, বার্নার্ড আর্নল্ট।
চলুন ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত শীর্ষ ধনীদের তালিকায় থাকা প্রথম পাঁচজন ব্যক্তির কার অ্যাকাডেমিক পড়াশোনা কতদূর জেনে নেই—
ইলন মাস্ক
ইলন মাস্ক বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার সম্পদের পরিমাণ ৪৩৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন মাস্ক। তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়েছেন। পরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু কয়েক দিনের মাথায় পড়া ছেড়ে দেন।
জেফ বেজোস
বিশ্বের অন্যতম ই-কমার্স সাইট অ্যামাজনের সিইও এবং বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। ১২ জানুয়ারি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তির বর্তমানে মোট সম্পদের পরিমাণ ২৩৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মূল কোম্পানি মেটার বর্তমান সিইও। তার সম্পদের পরিমাণ ২১১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করেননি।
ল্যারি এলিসন
ল্যারি এলিসন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। এই মার্কিন ধনকুবের সফটওয়্যার জায়ান্ট ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-চ্যাম্পেইনে দুই বছর পড়েছেন। পরে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। কিন্তু এখানেও পড়া শেষ করেননি।
বার্নার্ড আরনল্ট
বার্নার্ড আরনল্ট ফরাসি ধনকুবের। ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও তিনি। তার সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ফ্রান্সের ইকোলে পলিটেকনিক থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
ধনী হতে অ্যাকাডেমিক শিক্ষা প্রয়োজন নাকি যোগ্যতা? বিশ্বের শীর্ষ ধনীদের কার পড়াশোনা কতদূর? যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণ ‘রিয়েল টাইম’ বা তাৎক্ষণিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করে। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টার তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ৫ ধনী হলেন যথাক্রমে— ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ল্যারি এলিসন, বার্নার্ড আর্নল্ট।
চলুন ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত শীর্ষ ধনীদের তালিকায় থাকা প্রথম পাঁচজন ব্যক্তির কার অ্যাকাডেমিক পড়াশোনা কতদূর জেনে নেই—
ইলন মাস্ক
ইলন মাস্ক বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার সম্পদের পরিমাণ ৪৩৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন মাস্ক। তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়েছেন। পরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু কয়েক দিনের মাথায় পড়া ছেড়ে দেন।
জেফ বেজোস
বিশ্বের অন্যতম ই-কমার্স সাইট অ্যামাজনের সিইও এবং বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। ১২ জানুয়ারি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তির বর্তমানে মোট সম্পদের পরিমাণ ২৩৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী। তিনি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মূল কোম্পানি মেটার বর্তমান সিইও। তার সম্পদের পরিমাণ ২১১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করেননি।
ল্যারি এলিসন
ল্যারি এলিসন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। এই মার্কিন ধনকুবের সফটওয়্যার জায়ান্ট ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-চ্যাম্পেইনে দুই বছর পড়েছেন। পরে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। কিন্তু এখানেও পড়া শেষ করেননি।
বার্নার্ড আরনল্ট
বার্নার্ড আরনল্ট ফরাসি ধনকুবের। ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও তিনি। তার সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ফ্রান্সের ইকোলে পলিটেকনিক থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫