logo
জেনে নিন

যেভাবে ফ্রিজ ব্যবহারে কম আসবে বিদ্যুৎ বিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ নভেম্বর ২০২৪
Copied!
যেভাবে ফ্রিজ ব্যবহারে কম আসবে বিদ্যুৎ বিল

রেফ্রিজারেটর বা ফ্রিজ এমন যন্ত্র, যা সব সময় চলতে থাকে। ২৪/৭ হিসেবে চলে বলে আপনার বাসার বিদ্যুৎ বিল বাড়ার অন্যতম কারণ এই যন্ত্র। চলুন জেনে নিই কীভাবে ফ্রিজ ব্যবহার করেও খরচ কমানো যায়।

  • যতটা সম্ভব নতুন প্রযুক্তির ফ্রিজ কিনুন। কারণ, আধুনিক প্রযুক্তির ফ্রিজে বিদ্যুৎ খরচ কম হয়।
  • ডিপ ফ্রিজে বরফ জমলে পরিষ্কার করে ফেলুন। বরফ জমলে ফ্রিজের কর্মদক্ষতা কমে যায়; কিন্তু বাড়ে বিদ্যুৎ খরচ।
  • অনেক সময় ধরে টানা ফ্রিজের দরজা খুলে রাখবেন না। ফ্রিজে এমনভাবে জিনিসপত্র রাখুন, যাতে সহজে বের করতে পারেন।
  • প্রয়োজন অনুসারে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন। নরমালে ৩ থেকে ৫ ডিগ্রি ও ডিপে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন।
  • ফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে সবকিছু ঠান্ডা হতে বেশি সময় লাগে। তাই প্রয়োজনের অতিরিক্ত খাবার কিনে না রাখাই ভালো।
  • কখনো গরম খাবার ফ্রিজে রাখবেন না। আর যদি গরম খাবার রাখেন, তাহলে ফ্রিজ বেশি অ্যানার্জি খরচ করবে সেটি ঠান্ডা করতে। তাই যে কোনো খাবার ঠান্ডা হলে তবেই ফ্রিজে রাখুন।
  • ফ্রিজের দরজা ঠিকমতো লাগছে কি না তা পরীক্ষা করুন। অনেক সময় বাইরে থেকে মনে হয় ফ্রিজের দরজা লাগানো আছে, তবে তা ঠিকমতো লাগে না। এমন হলে ফ্রিজের ঠান্ডা বাতাস বেরিয়ে যায়। ফলে বিদ্যুৎ বেশি খরচ হয়। আবার খাবারও নষ্ট হতে পারে। তাই সেদিকে খেয়াল রাখুন।
  • নিয়মিত ফ্রিজের কনডেন্সার পরীক্ষা করুন। কনডেন্সাররের কয়েলে ময়লা জমে গেলে সঠিকভাবে সেটি তাপ বিকিরণ করতে পারে না। ফলে বেশি বিদ্যুৎ খরচ হতে পারে। তাই কনডেন্সার পরিষ্কার রাখুন।

তথ্যসূত্র: রিয়েল হোমস ডট কম

আরও পড়ুন

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।

১৫ ঘণ্টা আগে

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২১ এপ্রিল ২০২৫

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

০৩ এপ্রিল ২০২৫