logo
জেনে নিন

যেভাবে ফ্রিজ ব্যবহারে কম আসবে বিদ্যুৎ বিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ নভেম্বর ২০২৪
Copied!
যেভাবে ফ্রিজ ব্যবহারে কম আসবে বিদ্যুৎ বিল

রেফ্রিজারেটর বা ফ্রিজ এমন যন্ত্র, যা সব সময় চলতে থাকে। ২৪/৭ হিসেবে চলে বলে আপনার বাসার বিদ্যুৎ বিল বাড়ার অন্যতম কারণ এই যন্ত্র। চলুন জেনে নিই কীভাবে ফ্রিজ ব্যবহার করেও খরচ কমানো যায়।

  • যতটা সম্ভব নতুন প্রযুক্তির ফ্রিজ কিনুন। কারণ, আধুনিক প্রযুক্তির ফ্রিজে বিদ্যুৎ খরচ কম হয়।
  • ডিপ ফ্রিজে বরফ জমলে পরিষ্কার করে ফেলুন। বরফ জমলে ফ্রিজের কর্মদক্ষতা কমে যায়; কিন্তু বাড়ে বিদ্যুৎ খরচ।
  • অনেক সময় ধরে টানা ফ্রিজের দরজা খুলে রাখবেন না। ফ্রিজে এমনভাবে জিনিসপত্র রাখুন, যাতে সহজে বের করতে পারেন।
  • প্রয়োজন অনুসারে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন। নরমালে ৩ থেকে ৫ ডিগ্রি ও ডিপে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন।
  • ফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে সবকিছু ঠান্ডা হতে বেশি সময় লাগে। তাই প্রয়োজনের অতিরিক্ত খাবার কিনে না রাখাই ভালো।
  • কখনো গরম খাবার ফ্রিজে রাখবেন না। আর যদি গরম খাবার রাখেন, তাহলে ফ্রিজ বেশি অ্যানার্জি খরচ করবে সেটি ঠান্ডা করতে। তাই যে কোনো খাবার ঠান্ডা হলে তবেই ফ্রিজে রাখুন।
  • ফ্রিজের দরজা ঠিকমতো লাগছে কি না তা পরীক্ষা করুন। অনেক সময় বাইরে থেকে মনে হয় ফ্রিজের দরজা লাগানো আছে, তবে তা ঠিকমতো লাগে না। এমন হলে ফ্রিজের ঠান্ডা বাতাস বেরিয়ে যায়। ফলে বিদ্যুৎ বেশি খরচ হয়। আবার খাবারও নষ্ট হতে পারে। তাই সেদিকে খেয়াল রাখুন।
  • নিয়মিত ফ্রিজের কনডেন্সার পরীক্ষা করুন। কনডেন্সাররের কয়েলে ময়লা জমে গেলে সঠিকভাবে সেটি তাপ বিকিরণ করতে পারে না। ফলে বেশি বিদ্যুৎ খরচ হতে পারে। তাই কনডেন্সার পরিষ্কার রাখুন।

তথ্যসূত্র: রিয়েল হোমস ডট কম

আরও পড়ুন

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা

৯ দিন আগে

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

১০ দিন আগে

ঘন ঘন হাই তুলছেন, কঠিন কোনো রোগে পড়েননি তো?

ঘন ঘন হাই তুলছেন, কঠিন কোনো রোগে পড়েননি তো?

পর্যাপ্ত ঘুম হওয়ার পরও অনেকেরই সকাল থেকে রাত অবধি হাই উঠতেই থাকে। তবে ঘন ঘন এই হাই তোলাও কিন্তু হৃদ্‌রোগের পূর্বলক্ষণ হতে পারে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ থেকে প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে।

১১ দিন আগে