logo
জেনে নিন

দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিওভাইরাস কতটা গুরুতর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১ দিন আগে
Copied!
দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিওভাইরাস কতটা গুরুতর

সম্প্রতি দেশে প্রথমবারের মতো রিওভাইরাসে (রেসপিরেটরি এন্টারিক অরফান ভাইরাস) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাঁচ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

জানা গেছে, সম্প্রতি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর । এসময় পরীক্ষায় রিও ভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগী শনাক্ত হয়। এরপর থেকে গণমাধ্যমে রিও ভাইরাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রিওভাইরাসে আক্রান্ত হলে শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ বা পেটের অসুস্থতা যুক্ত থাকে। বাংলাদেশে যে রিওভাইরাস পাওয়া গেছে সেটা বাদুড় থেকে এসেছে। অর্থাৎ বাদুড়ের রিওভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে।

রিওভাইরাসের অনেকগুলো ধরন রয়েছে, যা বিভিন্ন প্রাণী ও মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। সংক্রমিত প্রাণীর লালা, মল-মূত্রের মাধ্যমে দূষিত খাবার বা পানীয় গ্রহণ করলে অথবা হাঁচি-কাশির মাধ্যমে অন্যের শরীরের প্রবেশ করতে পারে রিওভাইরাস।

জানা গেছে, বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। এর প্রাদুর্ভাব বাড়ে শীতের সময়।

কতটা গুরুতর রিও ভাইরাস?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রিও ভাইরাস করোনাভাইরাসের মতো তেমন গুরুতর কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে এ ভাইরাসে আক্রান্ত হলে নিউমোনিয়া দেখা দিতে পারে। খুব অল্প সংখ্যক ব্যক্তির মস্তিষ্কের প্রদাহ হতে পারে। এছাড়া যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয় তাহলে দ্রুত হসপিটালে ভর্তি করাতে হবে।

চিকিৎসা কী?

রিওভাইরাসের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি। তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসাসেবা দেন চিকিৎসকরা।

তথ্যসূত্র: মেডসক্যাপ

আরও পড়ুন

জিমে না গিয়েও বাড়তি ওজন যেভাবে কমাবেন

জিমে না গিয়েও বাড়তি ওজন যেভাবে কমাবেন

অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে শুধু বড়দের নয় বরং ছোটদেরও বয়স অনুযায়ী ওজন বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে হলে পুষ্টিকর খাবারের পাশাপাশি শরীরচর্চাও অবশ্যই করতে হবে। তবে প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে অনেকেই সময় বের করে শরীরচর্চা করতে পারেন না। তাহলে কি ব্যায়াম ছাড়া ওজন কমানো সম্ভব নয়?

১১ ঘণ্টা আগে

দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিওভাইরাস কতটা গুরুতর

দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিওভাইরাস কতটা গুরুতর

সম্প্রতি দেশে প্রথমবারের মতো রিওভাইরাসে (রেসপিরেটরি এন্টারিক অরফান ভাইরাস) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাঁচ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

১ দিন আগে

দেশে প্রথমবারের মতো শনাক্ত রিওভাইরাস, লক্ষণ কী?

দেশে প্রথমবারের মতো শনাক্ত রিওভাইরাস, লক্ষণ কী?

দেশে প্রথমবারের মতো রিওভাইরাসে (রেসপিরেটরি এন্টারিক অরফান ভাইরাস) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাঁচ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

২ দিন আগে

গুগল ম্যাপে যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন

গুগল ম্যাপে যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন

নানা প্রয়োজনে পরিচিত বা প্রিয়জনকে নিজের অবস্থানের তথ্য (লাইভ লোকেশন) জানানোর প্রয়োজন হয়। যদি আপনার ফোনে গুগল ম্যাপ থাকে তাহলে আপনি বারবার ফোন না করেই প্রিয়জন বা পরিচিতদের কাছে লাইভ লোকেশন সেন্ড করতে পারেন। যাকে পাঠাচ্ছেন তিনি সেই লোকেশন ম্যাপ ধরে পৌঁছে যেতে পারবে আপনার কাছে।

৪ দিন আগে