logo
জেনে নিন

এনআইডির ভুল সংশোধন করুন ঘরে বসেই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
এনআইডির ভুল সংশোধন করুন ঘরে বসেই
প্রতীকী ছবি: সংগৃহীত

অনেকেই মনে করেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বুঝি শুধুই ভোট দেওয়ার সময় প্রয়োজন হয়। আসলে তা নয়, চাকরির আবেদন, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে এ রকম জীবনের নানা গুরুত্বপূর্ণ কাজে এনআইডির প্রয়োজন হয়। তাই এনআইডিতে ভুল থাকলে নানা ঝক্কির মধ্যে পড়তে হয়। পোহাতে হয় বিভিন্ন ধরনের ভোগান্তি।

এনআইডিতে কোনো ধরনের ভুল থাকলে (যেমন নিজের নামের বানান ভুল, মা বাবার নাম ভুল, ঠিকানা ভুল ইত্যাদি) দ্রুত সংশোধন করে নেওয়াই ভালো। এখন ঘরে বসেই এনআইডির ভুল সংশোধন করা যায়।

এনআইডি সংশোধনের জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপটির নাম NID WALLET। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইনস্টল করুন।

এবার যেকোনো ব্রাউজার থেকে এনআইডি সংশোধনের ওয়েবসাটে (https://services.nidw.gov.bd/nid-pub/) প্রবেশ করুন।

এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। শুরুতেই ‘রেজিস্ট্রেশন করুন’ অপশনে ক্লিক করুন। এরপর এনআইডি নম্বর, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে চলে যান NID WALLET অ্যাপে। এই অ্যাপে প্রবেশ করলে আপনার চেহারা স্ক্যান করার জন্য ‘ফেস স্ক্যান’ অপশন আসবে। ফেস স্ক্যানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল ফোনের ওয়েবক্যাম চালু হয়ে যাবে।

চেহারা স্ক্যান করা হয়ে গেলে ‘বিস্তারিত প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘এডিট’ বাটনে ক্লিক করুন। এবার আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন, সংযোজন অথবা বিয়োজন করুন।

তথ্য সংশোধনের পর ‘পরবর্তী’ লেখা বাটনে ক্লিক করুন। এবার পুরনো ও সংশোধিত তথ্য পাশাপাশি দেখতে পাবেন। সংশোধিত তথ্য ঠিক আছে কি না, তা পুরনো তথ্যের সঙ্গে ভালোভাবে যাচাই করে নিন। তথ্য সঠিক থাকলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এবার আপনার নির্ধারিত ফি দেওয়ার পালা।

ভুল তথ্যের ধরন অনুযায়ী আপনাকে ফি দিতে হবে। নাম সংশোধন ফি ভ্যাটসহ ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধন ফি ১১৫ টাকা। উভয় তথ্য সংশোধন ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা, রিইস্যু আবেদন ফি ৩৪৫ টাকা এবং জরুরি ‍রিইস্যুর জন্য ৫৭৫ টাকা দিতে হবে। ব্যাংক বা অনলাইনের মাধ্যমে ফি দেওয়া যায়।

ফি দেওয়ার কাজ সম্পন্ন হলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। দুটি অপশন দেখতে পাবেন—এক. আবেদনের ধরন, দুই. বিতরণের ধরন। আপনার জন্য সঠিক অপশন নির্বাচন করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।

এই পর্যায়ে আপনাকে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে হবে। আপনি পাবলিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্মনিবন্ধন সনদপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন রকমের ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তবে একাধিক ডকুমেন্ট সাবমিট করতে পারলে ভালো। এখানে আপনি যে ডকুমেন্ট জমা দিতে চান, সেটি সিলেক্ট করে আগে থেকে স্ক্যান বা ছবি তুলে রাখা ডকুমেন্টটি নির্বাচন করুন। এভাবে সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, যা পরবর্তী সময়ে আপনার কাজে আসতে পারে।

এরপর আপনাকে সর্বোচ্চ দুই মাস অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনার মোবাইল ফোনে এনআইডি সংশোধনের আপডেট তথ্য সম্বলিত এসএমএস চলে আসবে। এসএমএস পাওয়ার পর আপনার আবেদনপত্র, পুরোনো পরিচয়পত্র নিয়ে গিয়ে নির্বাচন অফিস থেকে আপনার সংশোধিত পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৭ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৬ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫