logo
জেনে নিন

ভিসা সাক্ষাৎকারে সফল হবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ভিসা সাক্ষাৎকারে সফল হবেন যেভাবে

ভিসা একটি অনুমতি পত্র যা একটি দেশ কোন বিদেশি নাগরিককে ওই দেশে প্রবেশ ও অবস্থানের জন্য দিয়ে থাকে। অনেকেই মনে করেন, অফিসাররা হয়তো শুধু কাগজপত্র দেখেই ভিসা কনফার্ম করে থাকেন, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। ভিসা পাওয়ার ক্ষেত্রে একটি সফল সাক্ষাৎকার ৮০ শতাংশ সহায়তা করে এবং বাকি ২০ শতাংশ নির্ভর করে প্রার্থীর কাগজপত্র, যেমন- একাডেমিক সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্টের ওপর। সুতরাং একটি সফল সাক্ষাৎকারের জন্য ভালো প্রস্তুতির বিকল্প নেই।

ভিডিওতে দেখুন


এখন প্রশ্ন হলো ,কীভাবে আপনার সাক্ষাৎকারকে সফল করবেন, তার কিছু উপায় সম্পর্কে আলোচনা করা হলো-

  • সাক্ষাৎকারের আগের রাতে তাড়াতাড়ি ঘুমান। সাক্ষাৎকারের দিন দূতবাসে তাড়াতাড়ি পৌঁছান।
  • আপনার সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে তা নিশ্চিত করুন।
  • সাক্ষাৎকারের সময়ে অফিসাররা ইংরেজিতে প্রশ্ন করে থাকেন। সুতরাং আপনাকে যখন কোনো ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন ব্রিটিশ কিংবা আমেরিকান ইংরেজির শুদ্ধ উচ্চারণভঙ্গি ব্যবহার করুন, বাংলা বলা কিংবা ইংরেজির চিরাচরিত উচ্চারণভঙ্গির ব্যবহার পরিহার করুন।
  • ভিসা অফিসার যদি কোনো প্রশ্ন করে থাকেন, যার উত্তর একাধিক, তখন ইউনিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। যেমন- ভিসা অফিসার প্রশ্ন করলেন, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই উত্তরে অধিকাংশ প্রার্থী নিজ নাম, জন্ম তারিখ, বাসস্থানের ঠিকানা বলেন। আপনাকে মনে রাখতে হবে, এসব তথ্য আপনার ডকুমেন্টেই আছে, যা অফিসার আগে থেকেই জানেন। কোনো প্রার্থী যখন এমন ধরনের উত্তর দেবেন, তখন অফিসাররা বিরক্তবোধ করবেন। সুতরাং আপনার নিজের সম্পর্ক ইউনিক কিছু বলুন। যেমন, আপনার আইডল কে? আপনি কী কাজ করতে ভালোবাসেন? আপনার প্রিয় লেখক কে? আপনার কী হওয়ার ইচ্ছা ইত্যাদি।
  • সাক্ষাৎকারে ভিসা অফিসার আপনার ডকুমেন্ট সম্পর্কেও প্রশ্ন করবেন। সুতরাং আপনি যেসব ডকুমেন্ট জমা দেবেন, সেগুলোতে ভালো করে চোখ বুলিয়ে নিন। যেমন- জন্ম তারিখ, সিজিপিএ, ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে ইত্যাদি। তাছাড়া ফরম ঠিকমতো পূরণ করা হয়েছে কিনা এবং ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, ভালো করে দেখে নিন।
  • সাক্ষাৎকারের সময় অফিসার যখন প্রশ্ন করবেন, তখন যদি কোনো প্রশ্নের উওর আপনার না জানা থাকে দ্বিধাহীন বলে দেবেন যে, উত্তরটি আপনার জানা নেই। পাশাপাশি, কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে আবারও জিজ্ঞেস করে নেবেন।
  • যদি সাক্ষাৎকারের সময়ে আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কেন বিদেশে শিক্ষা অর্জনে যেতে চাচ্ছেন, তখন কখনোই নিজের দেশকে ছোট করে কোনো উত্তর দেবেন না। অনেকেই বলে থাকেন, দেশের পড়ালেখার মান ভালো না, তাই বাইরের দেশে যেতে চাচ্ছি। এমন উত্তর দেওয়া থেকে বিরত থাকুন।
  • সাক্ষাৎকারের সময়ে যদি আপনি স্থির থাকুন। যদি আপনার চেহারাতে ফুটে ওঠে, তাহলে ভিসা অফিসার সন্দেহ করবে।  তখন ভেবে নেবে আপনার মাঝে কোনো ঝামেলা আছে কিংবা কাগজপত্রগুলো নকল। সুতরাং যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করুন।
  • অনেক সময়ে ক্রমাগত সাক্ষাৎকার নেওয়ার জন্য অফিসারদের মেজাজ রুক্ষ হয়ে যায়। তাই যথাসম্ভব নিজেকে স্বাভাবিক ও মুখে মুচকি হাসি রাখার চেষ্টা করবেন। এতে পরিবেশ হালকা হবে, অফিসাররাও হেসে হেসে কথা বলবেন।
  • অনেকে মনে করেন, সাক্ষাৎকারের সময় ফরমাল পোশাকের সঙ্গে কোর্ট-টাই পড়া বাধ্যতামূলক, এটিও একটি ভুল ধারণা। ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই ভদ্র ও মার্জিত যে কোনো পোশাক পরিধান করলেই হবে। তবে দেখতে কটু কিংবা অশ্লীল কোনো পোশাক পরা অনুচিত। আরামদায়ক কিছু পরুন।
  • সবশেষ, সাক্ষাৎকার ভালো হলে বাইরে আনন্দে লাফাবেন না। মনে রাখবেন, হয়তো বাইরের অনেকেই আছেন যাদের ভিসা প্রত্যাখাত হয়েছে। 

    তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্কলিন ও আমেরিকান ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া

আরও পড়ুন

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

৫ ঘণ্টা আগে

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।

১ দিন আগে

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২১ এপ্রিল ২০২৫

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

০৩ এপ্রিল ২০২৫