logo
জেনে নিন

বিশ্বের কোন শহরে অতি ধনী বেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিশ্বের কোন শহরে অতি ধনী বেশি
সবচেয়ে বেশি অতিধনী বাস করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ছবি: পেক্সেলস

গত এক দশকে বিশ্বে ১০ কোটি ডলার বা এর বেশি বিনিয়োগযোগ্য সম্পদের মালিকের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। সেন্টি-মিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধিতে তুলনামূলকভাবে এগিয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের শহরগুলো।

সম্প্রতি গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়, এ প্রবণতা বজায় থাকলে ২০৪০ সাল নাগাদ সেন্টি-মিলিয়নিয়ার বাড়বে ১৫০ শতাংশ।

বিশ্বের ২৯ হাজার ৩৫০ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে এ মুহূর্তে ১০ কোটি ডলার বা এর বেশি অর্থ রয়েছে। এ তথ্যই দিয়েছে লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সেন্টি-মিলিয়নিয়ার রিপোর্ট ২০২৪। এতে বলা হয়, অতি ধনীর আবাসস্থল হিসেবে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা ও চীন।

গত এক দশকে ধনীদের এই বৈশ্বিক ক্লাবের সদস্য বেড়েছে ৫৪ ভাগ। কোনো কোনো দেশে অতি ধনীর বিস্ফোরণ দেখা গেছে। আমেরিকা ও চীনে সেন্টি-মিলিয়নিয়ারের সংখ্যায় বড়সড় উল্লম্ফন ঘটেছে। ব্যক্তি পর্যায়ে সম্পদ অর্জনে দেশ দুটির নাগরিকেরা ইউরোপীয়দের বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে।

এদিকে এশিয়ার মানুষের সম্পদ বাড়ছেই, তবে ঋণের বদৌলতে! আগামী দশকে বেশ কয়েকটি এশীয় ও মধ্যপ্রাচ্যের শহর সেন্টি-মিলিয়নিয়ার বিস্ফোরণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স। এর মধ্যে চীনের হ্যাংঝো ও শেনঝেন, তাইওয়ানের তাইপেই এবং মধ্যপ্রাচ্যের দুবাই ও আবুধাবি ১৫০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি দেখতে পারে। আর দেড় দশকে একই রকম প্রবৃদ্ধি হতে পারে সৌদি আরবের রিয়াদ ও ভারতের বেঙ্গালুরুতে।

হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে, আগামী দিনগুলোয় বিভিন্ন দেশের নীতি সুবিধা অনুসারে ধনীদের মাঝে সম্পদের স্থানান্তর হার বাড়বে। সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে অর্থপাচারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। একাধিক সংস্থা ও দেশ এ বিষয়ে তদন্ত জারি রেখেছে।

বর্তমানে সবচেয়ে বেশি সেন্টি-মিলিয়নিয়ার আছেন, এমন ১০টি শহরের প্রথম তিনটিই আমেরিকায়। এর মধ্যে নিউইয়র্কে ৭৪৪ জন, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে ৬৭৫ ও লস অ্যাঞ্জেলসে ৪৯৬ জন অতি ধনী বসবাস করেন। এরপরই অবস্থান যুক্তরাজ্যের লন্ডন শহরের।সেখানে ৩৭০ জন অতিধনীর বাস করেন।

সবচেয়ে বেশী অতিধনী থাকা শহরের প্রথম ১০ টির মধ্যে চারটি রয়েছে এশিয়ার। এগুলো হলো চীনের বেইজিং ( পঞ্চম), সিঙ্গাপুর (ষষ্ঠ), চীনের সাংহাই (সপ্তম), হংকং  (অষ্টম)। নবম ও দশম তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্রান্সের প্যারিস।

আরও পড়ুন

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

১৩ ঘণ্টা আগে

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা

১০ দিন আগে

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

১০ দিন আগে