logo
জেনে নিন

অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম
অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে গঠন করা হয়েছে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম

অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গৃহকর্মী ইউনিয়ন এবং অভিবাসী শ্রমিকদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনের সমন্বয়ে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় আনুষ্ঠানিকভাবে ১১ সদস্যের এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়।

এই প্ল্যাটফর্মের মূল সদস্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন ও জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।

২০২৩ সালের সেপ্টেম্বরে অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছিল। এক বছরে এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করার প্রস্তুতি নেয়।

এরই মধ্যে এই প্ল্যাটফর্মের নেতারা মালদ্বীপে বাংলাদেশের অভিবাসীদের সমস্যা নিয়ে সেই দেশের ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রক্রিয়া শুরু করেছে।

এ ছাড়া, ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্মটি অভিবাসী শ্রমিকদের জন্য অভিবাসন সম্পর্কিত সাধারণ তথ্য নিয়ে একটি পুস্তিকা সংকলন করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সম্পর্কে সচেতন করছে।

অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় এবং শালীন কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করার অঙ্গীকার জানান ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্মটির পরিচালনা পর্ষদের সমন্বয়ক চন্দন কুমার দে।

প্ল্যাটফর্মের সদস্য সচিব লিলি গোমেজ বলেন, ন্যায্য ও নিরাপদ অভিবাসনের পরিবেশ তৈরি করার জন্য কাজ করতে চায় প্ল্যাটফর্মটি। অভিবাসী শ্রমিকরা যাতে অধিকার আদায়ে এবং যেকোনো পরিস্থিতিতে বৈষম্যে প্রতিরোধে একতাবদ্ধ হতে পারে সে লক্ষ্যে কাজ করছে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম।

সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম বলেন, “উদ্যোগটি ভিন্ন কারণ এটি শ্রমিকদের নিজস্ব ট্রেড ইউনিয়ন। এখন পর্যন্ত সুশীল সমাজের সংগঠনগুলো মূলত অভিবাসন সমস্যা নিয়ে কথা বলত বা কাজ করত।”

অনুষ্ঠানে আরও ছিলেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল, ইউএসএআইডি বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ব্লেয়ার কিং ও অভিবাসন বিষয়ে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

৮ দিন আগে

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

১২ দিন আগে

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।

১৭ দিন আগে

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

২৮ জুন ২০২৫