logo
জেনে নিন

জানুন বিষণ্ণতা দূর করার উপায়

বিষণ্ণতা হলো মানসিক স্বাস্থ্যগত একটি সমস্যা। বিষণ্ণতায় ভুগলে বহু মানুষের মধ্যে থেকেও নিজেকে একা মনে হবে। আবার কারো সঙ্গে কথাও বলতে ইচ্ছে করে না। অর্থাৎ, আক্রান্ত ব্যক্তিকে বিচ্ছিন্নতাবোধ গ্রাস করে ফেলে পুরোপুরি।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
জানুন বিষণ্ণতা দূর করার উপায়
বিষণ্ণতা হলো মানসিক স্বাস্থ্যগত একটি সমস্যা। বিষণ্ণতায় ভুগলে বহু মানুষের মধ্যে থেকেও নিজেকে একা মনে হবে।

বিষণ্ণতা নানা কারণেই হতে পারে। কখনো কখনো প্রতিদিনের একঘেয়েমি পেয়ে বসে। শরীরের চেয়ে মনে ক্লান্তি তখন বেশি ভর করে। চলে আসতে পারে পাহাড় সমান হতাশাও। 

বিষণ্ণতা হলো মানসিক স্বাস্থ্যগত একটি সমস্যা। বিষণ্ণতায় ভুগলে বহু মানুষের মধ্যে থেকেও নিজেকে একা মনে হবে। আবার কারো সঙ্গে কথাও বলতে ইচ্ছে করে না। অর্থাৎ, আক্রান্ত ব্যক্তিকে বিচ্ছিন্নতাবোধ গ্রাস করে ফেলে পুরোপুরি। 

মানুষ বিভিন্ন কারণে বিষণ্ণতা আক্রান্ত হতে পারে। বিষণ্ণতা থেকে দূরে থাকারও কিছু উপায় আছে। চলুন, সেগুলোই জেনে নেওয়া যাক। 

১.  ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়তে হবে। এতে হাতে অনেকটা সময় পাওয়া যায়। সকালে ব্যায়াম করা যায়। এতে প্রশান্তি মেলে।

২.  মন কোনো কারণে অশান্ত হলে, যাবতীয় কাজ থেকে নিজেকে দূরে রেখে কিছুক্ষণের জন্য মেডিটেশন করা যায়। এতে মন শান্ত হয়ে আসে।

৩. নিজেকে গুটিয়ে ফেলা যাবে না। যত নিজেকে গুটিয়ে নেবেন, তত বিষণ্ণতা গ্রাস করবে আপনাকে। তাই মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। 

৪. বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা যায়। এই যুগে মোবাইল ফোনে দুনিয়ার যেকোনো প্রান্তে থাকা যে কোনো মানুষের সঙ্গে কথা বলা যায়, দেখাও হয়। নিয়মিত আড্ডা দেওয়ার পাশাপাশি বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে ঘুরতেও যেতে পারেন।

৫.  নিজের ভেতর জমে থাকা কথা বিশ্বস্ত কোনো বন্ধুকে বলার চেষ্টা করা যায়। কারণ কথোপকথন অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে।
৬. আনন্দ নিয়ে কাজ করুন। যে কাজ করতে আপনার ভালো লাগবে, সে কাজ করুন। মন খারাপ করার মতো কাজ থেকে দূরে থাকুন। দেখবেন মানসিকভাবে আরাম পাবেন।

৭. ঘুমানোর সময় বা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনের আলো থেকে দূরে থাকতে হবে। 

৮. পছন্দের গান শোনা বা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ভালো ফল মিলবে। 

সব কথার শেষ কথা, নিজেকে একা ভাবা যাবে না। মনে রাখতে হবে যে, আপনার আশেপাশে অনেকেই আছে সাহায্য করার মতো। একবার চেয়েই দেখুন!

আরো পড়ুন

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

বিশ্বের বিভিন্ন দেশে কর্মঘণ্টার ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মঘণ্টার নতুন পরিসংখ্যান।বিশ্বে সবচেয়ে কম কর্মঘণ্টার দেশ হলো ভানুয়াতু।  দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রতি সপ্তাহে একজন চাকরিজীবীকে গড়ে

সৌদির বাসিন্দা হলে যে অ্যাপগুলো আপনার ফোনে থাকতেই হবে

সৌদির বাসিন্দা হলে যে অ্যাপগুলো আপনার ফোনে থাকতেই হবে

আপনি যদি সৌদি আরবে বসবাস করেন তাহলে কিছু অ্যাপ আছে যেগুলো আপনার কাছে থাকতেই হবে। এসব অ্যাপ দ্বারা আপনি সহজে বিভিন্ন ধরনের প্রাত্যাহিক কাজগুলো সহজে সেরে ফেলতে পারবেন।

মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত

মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত

মালয়েশিয়ায় ব্যবসায়িক মিটিং, চিকিৎসা অথবা কোন ব্যাক্তিগত কারনে ভ্রমণ করার জন্য ভিজিট ভিসা প্রদান করা হয়। সাধারণত ৩০-৯০ দিন হয় ভিজিট ভিসার মেয়াদ।

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

প্রবাসীদের অনলাইনভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারনেশনস-এর এক্সপ্যাট ইনসাইডার জরিপ বলছে, প্রবাসীদের জন্য বিশ্বের সেরা দেশ হলো উত্তর আমেরিকার দেশ পানামা।