logo
জেনে নিন

জেনে নিন সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইনের খুঁটিনাটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
জেনে নিন সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইনের খুঁটিনাটি
দুবাই। ছবি: সংগৃহীত

প্রবাসীরা ক্যারিয়ার নিয়ে সবচেয়ে সুখী এমন দেশের তালিকায় ছয় নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম। প্রবাসীদের অনলাইনভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারনেশনস-এর এক্সপ্যাট ইনসাইডারের সাম্প্রতিক জরিপ এমনটি বলছে।

সংযুক্ত আমিরাতে প্রবাসীদের ক্যারিয়ার নিয়ে সুখী থাকার অন্যতম কারণ হচ্ছে এখানকার শ্রম আইন।  দেশটিতে বেসরকারি অফিসে একজন শ্রমিক কতক্ষণ কাজ করবে তা শ্রম আইন দ্বারা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নির্ধারিত সময়ের বাইরে কাজ করলে ওভারটাইম বা অতিরিক্ত সময় হিসেবে পারিশ্রমিক পেয়ে থাকেন একজন কর্মী।

সংযুক্ত আরব আমিরাতে বেসকারি কর্মীদের জন্য মৌলিক আইন

সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুসারে, বেসরকারি খাতের স্বাভাবিক কাজের সময় প্রতিদিন 8 ঘন্টা বা সপ্তাহে ৪৮ ঘন্টা। এটি নির্দিষ্ট অর্থনৈতিক সেক্টর বা নির্দিষ্ট শ্রেণির কর্মীদের জন্য এটি বৃদ্ধি বা হ্রাস হতে পারে।

কিছু নির্দিষ্ট শ্রেণির কর্মীদের ছাড়া বাড়ি থেকে অফিসে যাতায়াত কাজের ঘন্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না।

যদি একজন কর্মচারী একাধিক নিয়োগকর্তার জন্য কাজ করেন, তাহলে তাকে কর্মসংস্থান চুক্তিতে উল্লেখিত ঘন্টার বেশি কাজ করতে হবে না। তবে তিনি চাইলে লিখিতভাবে আলাদা চুক্তির মাধ্যমে বেশি কাজ করতে পারবেন।

কর্মী যদি দূর থেকে কাজ করার জন্য অনুরোধ করে এবং তা মঞ্জুর করা হয় তাহলে নিয়োগকর্তাকে অবশ্যই নির্দিষ্ট কাজের সময় নির্ধারণ করতে হবে।

একজন কর্মচারীর কাজের সময়ের মধ্যে বিরতি পাওয়ার অধিকার রয়েছে।  এটি মোট এক ঘন্টার কম হতে পারবে না। এছাড়া একজন কর্মী বিরতি ছাড়া দিনে টানা পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না।

ওভারটাইম বা অতিরিক্ত সময়ের কাজ নিয়ে আইন

কর্মচারীদের ওভারটাইম কাজ করতে বলা যেতে পারে। তবে একদিনে দুই ঘণ্টার বেশি ওভারটাইম করানো যাবে না।

যদি একজন কর্মচারীকে স্বাভাবিক সময়ের বাইরে কাজ করতে হয় তাহলে তাকে অতিরিক্ত সময়ের জন্য বেতন প্রতি ঘণ্টার মজুরির ২৫ শতাংশ বেশি দিতে হবে। রাত ১০টা  থেকে ভোর ৪টার মধ্যে ওভারটাইম করালে একজন শ্রমিককে প্রতি ঘণ্টার মজুরির ৫০ শতাংশ বেশি দিতে হবে।  তবে যারা শিফটে কাজ করেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

আরও পড়ুন

সৌদি ভ্রমণে যেসব ফোন নম্বর জানা থাকা জরুরি

সৌদি ভ্রমণে যেসব ফোন নম্বর জানা থাকা জরুরি

সৌদি আরব ভ্রমণে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়লে কিংবা কোনো ধরনের বিষয়ে খোঁজ নিতে চাইলে কী করবেন? চলুন জেনে নিই, কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর যেগুলো সৌদি ভ্রমণে গেলে আপনার জন্য প্রয়োজন হতে পারে।

১৩ ঘণ্টা আগে

অনেক ট্যাবলেটের মাঝ বরাবর দাগ থাকে, কারণ জানেন কি?

অনেক ট্যাবলেটের মাঝ বরাবর দাগ থাকে, কারণ জানেন কি?

বিভিন্ন ধরনের ট্যাবলেটের মাঝে আমরা প্রায়ই আড়াআড়ি একটি দাগ দেখতে পাই। কখনো কি ভেবে দেখেছেন, কেন এই দাগটি দেওয়া হয়?

১ দিন আগে

রিলস আসক্তি কমাবেন যেভাবে

রিলস আসক্তি কমাবেন যেভাবে

ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যেখানেই যান না কেন একবার রিলস দেখা শুরু করলে দিন গড়িয়ে বিকাল হবে বুঝতেই পারবেন না। এই সমস্যা শুধু যে ছোটদের তা কিন্তু নয়, বড়রাও ভুগছেন এই আসক্তিতে।

৪ দিন আগে

গরুর দুধের চেয়েও বেশি পুষ্টিকর তেলাপোকার দুধ কি সুপারফুড

গরুর দুধের চেয়েও বেশি পুষ্টিকর তেলাপোকার দুধ কি সুপারফুড

তেলাপোকা ডিম পাড়ে বলেই আমরা জানি ৷ তবে তেলাপোকার এমন কিছু প্রজাতিও আছে যারা ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দেয় ৷ তেমনই এক প্রজাতি প্যাসিফিক বিটল ককরোচ। এদের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন যে

৫ দিন আগে