বিডিজেন ডেস্ক
ডায়েট করা বলতে আসলে বোঝানো হয় শরীর বুঝে সঠিক পরিমাণে উপযুক্ত খাবার গ্রহণকে। অথচ বর্তমানে ডায়েট বলতেই মানুষ বুঝে নেয় ওজন কমানোকে। বুঝে, না বুঝে অনেকেই দৌড়াতে থাকেন ডায়েটের পেছনে। ভেবে নেন, ওজন কমালেই কাজটা সহজ হয়ে যাবে।
অনেকেই ইউটিউব ও গুগল দেখে সারাদিন ধরে অল্প অল্প খাবার খেয়েই মনে করেন, ডায়েট হচ্ছে! কেউ কেউ প্রয়োজনের তুলনায় কমও খান। সুস্বাস্থ্যের জন্য যতটুকু খাবারের প্রয়োজন, তা তারা খান না। ফলে দুর্বলতা অনিবার্য। এতে উল্টো সাত দিনের মাথায় চোখের নিচে জমা হতে পারে কালো রং। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াসহ বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকিও।
ডায়েট অর্থ নির্দিষ্ট খাবার। ডায়েট রোগীর বয়স, ওজন, উচ্চতা, পেশা, জেন্ডার, শারীরিক পরিশ্রমসহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
আসুন জেনে নেওয়া যাক, ডায়েটের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতেই হবে:
১. ডায়েটে ফাইবারে ভরপুর খাবার রাখতে হবে। কারণ ফাইবারযুক্ত খাবার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে।
২. খাবারের তালিকায় কার্বোহাইড্রেট, তেল-চর্বি, প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান ও পানি—এই উপাদানগুলো রাখতেই হবে।
৩. বাইরের ভাজাপোড়া বা মসলাযুক্ত খাবার থেকে দূরে থাকতেই হবে। এসব খেলে আর ডায়েট করা হবে না। তাই যতদূর সম্ভব এসব খাবার এড়িয়ে চলতে হবে।
ডায়েট করা বলতে আসলে বোঝানো হয় শরীর বুঝে সঠিক পরিমাণে উপযুক্ত খাবার গ্রহণকে। অথচ বর্তমানে ডায়েট বলতেই মানুষ বুঝে নেয় ওজন কমানোকে। বুঝে, না বুঝে অনেকেই দৌড়াতে থাকেন ডায়েটের পেছনে। ভেবে নেন, ওজন কমালেই কাজটা সহজ হয়ে যাবে।
অনেকেই ইউটিউব ও গুগল দেখে সারাদিন ধরে অল্প অল্প খাবার খেয়েই মনে করেন, ডায়েট হচ্ছে! কেউ কেউ প্রয়োজনের তুলনায় কমও খান। সুস্বাস্থ্যের জন্য যতটুকু খাবারের প্রয়োজন, তা তারা খান না। ফলে দুর্বলতা অনিবার্য। এতে উল্টো সাত দিনের মাথায় চোখের নিচে জমা হতে পারে কালো রং। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াসহ বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকিও।
ডায়েট অর্থ নির্দিষ্ট খাবার। ডায়েট রোগীর বয়স, ওজন, উচ্চতা, পেশা, জেন্ডার, শারীরিক পরিশ্রমসহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
আসুন জেনে নেওয়া যাক, ডায়েটের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতেই হবে:
১. ডায়েটে ফাইবারে ভরপুর খাবার রাখতে হবে। কারণ ফাইবারযুক্ত খাবার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে।
২. খাবারের তালিকায় কার্বোহাইড্রেট, তেল-চর্বি, প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান ও পানি—এই উপাদানগুলো রাখতেই হবে।
৩. বাইরের ভাজাপোড়া বা মসলাযুক্ত খাবার থেকে দূরে থাকতেই হবে। এসব খেলে আর ডায়েট করা হবে না। তাই যতদূর সম্ভব এসব খাবার এড়িয়ে চলতে হবে।
ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। শুধু টাকাপয়সা নেওয়াই নয় স্মার্টফোন কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিতে পারে নিমেষে। তা হলে উপায়?
আমরা দিনের শুরুতে অনেকেই চা পান করি। কেউ খালি পেটে পান করি, আবার কেউ নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?
শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না। তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত। চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ!