logo
জেনে নিন

স্বার্থপর মানুষ চিনবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৪
Copied!
স্বার্থপর মানুষ চিনবেন যেভাবে
স্বার্থ কমবেশি সবারই থাকে। কারও কারও অবশ্য সেটি মাত্রা ছাড়িয়ে যায়। তখনই তাকে আমরা ‘স্বার্থপর’ বলে অভিহিত করি।

স্বার্থপরতা মানবজাতির অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। স্বার্থ কমবেশি সবারই থাকে। কারও কারও অবশ্য সেটি মাত্রা ছাড়িয়ে যায়। তখনই তাকে আমরা ‘স্বার্থপর’ বলে অভিহিত করি।

স্বার্থপর মানুষ চেনা একটু কঠিনই। শুরুতেই অনেকে বুঝতে পারেন না। পরে আবার এর জন্য পস্তাতে হয়। তবে স্বার্থপর মানুষদের কিছু বৈশিষ্ট্য থাকে। সেগুলো চিহ্নিত করতে পারলে এ ধরনের মানুষ চেনা কিছুটা সহজ হবে।

চলুন, এ নিয়েই এবার বিস্তারিত আলোচনা করা যাক। জেনে নেওয়া যাক স্বার্থপর মানুষদের বৈশিষ্ট্যগুলো:

নিজেকে নিয়েই ভাবনা
কেউ স্বার্থপর হলে, সে অন্যকে নিয়ে চিন্তা করে না। অন্যের বদলে নিজেকে নিয়েই ভাবে শুধু। কার কিসে ভালো হলো, না খারাপ—তাও ভাবে না স্বার্থপর ব্যক্তি। তাই সবার কাছে নিজের প্রশংসা করতে থাকে এসব মানুষ। কারো কথা শোনার চিন্তাও করে না। কেউ যদি স্বার্থপর হয়, তাহলে দেখা যাবে, ওই ব্যক্তি শুধু নিজেকে নিয়েই পরিকল্পনা করতে থাকে। তারা শুধু নিজেকে নিয়েই স্বপ্ন দেখে। এসব লক্ষণ স্বার্থপরতার ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতিতে তাই সাবধান হতেই হবে।

নিজের পরিবারই সব
স্বার্থপর মানুষেরা নিজের গণ্ডির বাইরে কাউকে নিয়ে ভাবতে পারে না। বৃহত্তর পরিবারের অংশ হলেও এরা দেখা যায় শুধু নিজের বাবা–মা–ভাই–বোন নিয়েই পড়ে থাকে। অন্য কারও সমস্যা নিয়ে ভাবে না। এমন লোক পেলে বুঝতে হবে সমস্যা রয়েছে। তাই পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই আপনাকে সাবধান হতে হবে। অন্যথায় তাঁর এই মানসিকতা আপনাকে জ্বালাবে।

নিজের জন্য বাজি
স্বার্থপর মানুষ নিজের কথা ছাড়া কারও কিছুই যেন বোঝেন না। এমনকি নিজের স্বার্থের কাছে তাঁরা সম্পর্ককেও বাজি রাখতে পারেন। এই কারণে বিপদ আরও বাড়ে। তখন নিজেদের মধ্যে তৈরি হয় দূরত্ব। আপনার প্রিয়জন যদি এমন মানসিকতার হয়ে থাকে, তবে প্রথমেই সচেতন হন। নইলে পরিস্থিতি যেকোনো সময় বিগড়ে যেতে পারে।

এমন পরিস্থিতিতে কী করবেন
পারলে বিষয়টি নিয়ে স্বার্থপর স্বভাবের ব্যক্তির সঙ্গে কথা বলুন। তাহলে হয়তো সে নিজের ভুল বুঝতে পারবে। এমনও হতে পারে যে, ওই ব্যক্তি নিজের স্বভাব বদলেই ফেললেন। বলা তো যায় না! তাই চেষ্টা করতে ক্ষতি নেই।

আরও পড়ুন

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু

চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

১৭ আগস্ট ২০২৫

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

দ্রুত হাঁটলে আয়ু বাড়ে: গবেষণার তথ্য

জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।

১৩ আগস্ট ২০২৫

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

২৮ জুন ২০২৫