বিডিজেন ডেস্ক
গরমে অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় গায়ে হয় লাল রঙের ফুসকুড়ি। একে র্যাশ বা হিট র্যাশ বলা হয়ে থাকে। কখনও সারা শরীরে অথবা শরীরের বিশেষ কোন স্থানেও দেখা যায় এই হিট র্যাশ। গলার নিচে বা শরীরের নানা ভাঁজে ভাঁজে লাল হয়ে বা সারা শরীরে ঘামাচির মত দেখা দিতে পারে এই হিট র্যাশ।
আসুন, জেনে নেওয়া যাক, গরমের চুলকানি থেকে কীভাবে বাঁচা যায়:
লক্ষণ
১. ত্বক লাল হয়ে যাওয়া।
২. ত্বকে লাল রঙের ফুসকুড়ি ওঠা।
৩. স্বচ্ছ পানি নিয়ে ঘামাচির মত ব্লিষ্টার হওয়া।
৪. ফোসকা ওঠা।
৫. ঘামাচি ও শুধু চুলকানি হওয়া।
প্রতিকার
১. বাতাস চলাচল করে এমন জায়গায় থাকতে হবে।
২. গরমে সুতির পাতলা ও হালকা কাপড় পরতে হবে।
৩. সারা দিনে কয়েকবার হাত-মুখ ধুতে হবে।
৪. সারা দিনে প্রচুর পানি পান করতে হবে।
৫. ঘামাচি প্রতিরোধক পাউডার ব্যবহার করা যায়।
৬. র্যাশের যন্ত্রণা কমাতে সংক্রমিত স্থানে বরফ ঘষা যায়।
৭. শরীরের তাপমাত্রা কমাতে প্রয়োজনে একাধিকবার গোসল করতে হবে।
৮. বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লোশন/ক্রিম ব্যবহার করতে হবে।
৯. বাইরে বের হওয়ার সময় ছাতা ও পানির বোতল সঙ্গে রাখতে হবে অবশ্যই।
১০. শরীরকে সব সময় রিহাইড্রেট রাখার পাশাপাশি বাহ্যিক ত্বক ময়েশ্চারড রাখা প্রয়োজন।
১১. লেবুর শবরত, ফল, ফলের রস বা জুস, আখের রস, বেলের শবরত ইত্যাদি পান করতে হবে নিয়মিত।
১২. অ্যালার্জি দেখা দেয়, এমন খাবার খাওয়া যাবে না।
১৩. ঘামে ভেজা কাপড় বেশি সময় গায়ে রাখা যাবে না।
গরমে অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় গায়ে হয় লাল রঙের ফুসকুড়ি। একে র্যাশ বা হিট র্যাশ বলা হয়ে থাকে। কখনও সারা শরীরে অথবা শরীরের বিশেষ কোন স্থানেও দেখা যায় এই হিট র্যাশ। গলার নিচে বা শরীরের নানা ভাঁজে ভাঁজে লাল হয়ে বা সারা শরীরে ঘামাচির মত দেখা দিতে পারে এই হিট র্যাশ।
আসুন, জেনে নেওয়া যাক, গরমের চুলকানি থেকে কীভাবে বাঁচা যায়:
লক্ষণ
১. ত্বক লাল হয়ে যাওয়া।
২. ত্বকে লাল রঙের ফুসকুড়ি ওঠা।
৩. স্বচ্ছ পানি নিয়ে ঘামাচির মত ব্লিষ্টার হওয়া।
৪. ফোসকা ওঠা।
৫. ঘামাচি ও শুধু চুলকানি হওয়া।
প্রতিকার
১. বাতাস চলাচল করে এমন জায়গায় থাকতে হবে।
২. গরমে সুতির পাতলা ও হালকা কাপড় পরতে হবে।
৩. সারা দিনে কয়েকবার হাত-মুখ ধুতে হবে।
৪. সারা দিনে প্রচুর পানি পান করতে হবে।
৫. ঘামাচি প্রতিরোধক পাউডার ব্যবহার করা যায়।
৬. র্যাশের যন্ত্রণা কমাতে সংক্রমিত স্থানে বরফ ঘষা যায়।
৭. শরীরের তাপমাত্রা কমাতে প্রয়োজনে একাধিকবার গোসল করতে হবে।
৮. বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লোশন/ক্রিম ব্যবহার করতে হবে।
৯. বাইরে বের হওয়ার সময় ছাতা ও পানির বোতল সঙ্গে রাখতে হবে অবশ্যই।
১০. শরীরকে সব সময় রিহাইড্রেট রাখার পাশাপাশি বাহ্যিক ত্বক ময়েশ্চারড রাখা প্রয়োজন।
১১. লেবুর শবরত, ফল, ফলের রস বা জুস, আখের রস, বেলের শবরত ইত্যাদি পান করতে হবে নিয়মিত।
১২. অ্যালার্জি দেখা দেয়, এমন খাবার খাওয়া যাবে না।
১৩. ঘামে ভেজা কাপড় বেশি সময় গায়ে রাখা যাবে না।
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫