logo
জেনে নিন

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার অন্যতম উপায় কি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার অন্যতম উপায় কি
কলিং অ্যাপ

সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কোনো অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। সোশ্যাল মিডিয়াও এখন অনেক। সেই সাথে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিও অনেক বেশি।

তবে একটি নিরাপত্তা ফিচারে সোশ্যাল মিডিয়া হ্যাকের ঝুঁকি অনেকটাই কমে। সেটি হলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন। অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপই এখন এই ফিচার ব্যবহার করে।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন হচ্ছে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে কোন একটি সাইট, অ্যাপ্লিকেশন বা টুল এক্সেস করার জন্য ব্যবহারকারীকে দুটি পৃথক শনাক্তকরণ প্রক্রিয়া বা আইডেন্টিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এর মাধ্যমে একটি দ্বি-স্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। ফলে ভেরিফাইং প্রসেসের একটি ফ্যাক্টর (যেমন: পাসওয়ার্ড) বেহাত হলেও অ্যাকাউন্টটি খোয়া যাওয়ার বা হ্যাক হওয়ার আশঙ্কা থাকে না। কারণ অন্য ফ্যাক্টরটির (যেমন: এসএমএস বা টেক্সট মেসেজ) নাগাল পায় না হ্যাকাররা।

সাধারণত টু–ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেমে টেক্সট মেসেজের মাধ্যমে কোড পাঠানো হয় ব্যবহারকারীর মোবাইল নম্বরে। অনেক সময় আবার এটি মেইলেও পাঠানো হয়। এই কোডটি সাবমিট করার মাধ্যমেই টু-ফ্যাক্টর অথেনটিকেশনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং ব্যবহারকারী নির্দিষ্ট সাইট, টুল বা অ্যাপ্লিকেশন এক্সেস করতে পারেন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশনের প্রথম ফ্যাক্টরটি হচ্ছে পাসওয়ার্ড। অবশ্য মেসেজের পাশাপাশি দ্বিতীয় ফ্যাক্টর হিসেবে অনেক সময় ভয়েজ-বেইজড অথেনটিকেশন ও পুশ নোটিফিকেশনও ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এমনকি ফিঙ্গারপ্রিন্ট ও ফেশিয়াল স্ক্যানের মতো বায়োমেট্রিক ডেটাও ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায়।

এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা। এতে যে কোনো অ্যাপ্লিকেশনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা সম্ভব। অনেক প্রতিষ্ঠানেও এখন এই ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই টু-ফ্যাক্টর অথেনটিকেশন বিষয়টির সাথে পরিচিত হয়েছেন ফেসবুক ব্যবহার করার মাধ্যমে। পাশাপাশি গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা ‘জিমেইল’ ব্যবহারকারীদের অনেকেই টু-স্টেপ ভেরিফিকেশনের সাথে পরিচিত।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থাটিকে অনেকেই ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ও ‘ডুয়াল ফ্যাক্টর অথেনটিকেশন’ নামেও অভিহিত করে থাকেন। মূলত এটি একটি মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম।

সুতরাং, আর দেরি কেন! এখনও এই নিরাপত্তা ফিচার ব্যবহার করা শুরু না করলে, এখনই শুরু করে দিন। এতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকবে আরও নিরাপদ।

আরও পড়ুন

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১ দিন আগে

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।

২ দিন আগে

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২১ এপ্রিল ২০২৫

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

০৩ এপ্রিল ২০২৫