logo
জেনে নিন

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার অন্যতম উপায় কি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখার অন্যতম উপায় কি
কলিং অ্যাপ

সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কোনো অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। সোশ্যাল মিডিয়াও এখন অনেক। সেই সাথে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিও অনেক বেশি।

তবে একটি নিরাপত্তা ফিচারে সোশ্যাল মিডিয়া হ্যাকের ঝুঁকি অনেকটাই কমে। সেটি হলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন। অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপই এখন এই ফিচার ব্যবহার করে।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন হচ্ছে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে কোন একটি সাইট, অ্যাপ্লিকেশন বা টুল এক্সেস করার জন্য ব্যবহারকারীকে দুটি পৃথক শনাক্তকরণ প্রক্রিয়া বা আইডেন্টিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এর মাধ্যমে একটি দ্বি-স্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। ফলে ভেরিফাইং প্রসেসের একটি ফ্যাক্টর (যেমন: পাসওয়ার্ড) বেহাত হলেও অ্যাকাউন্টটি খোয়া যাওয়ার বা হ্যাক হওয়ার আশঙ্কা থাকে না। কারণ অন্য ফ্যাক্টরটির (যেমন: এসএমএস বা টেক্সট মেসেজ) নাগাল পায় না হ্যাকাররা।

সাধারণত টু–ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেমে টেক্সট মেসেজের মাধ্যমে কোড পাঠানো হয় ব্যবহারকারীর মোবাইল নম্বরে। অনেক সময় আবার এটি মেইলেও পাঠানো হয়। এই কোডটি সাবমিট করার মাধ্যমেই টু-ফ্যাক্টর অথেনটিকেশনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং ব্যবহারকারী নির্দিষ্ট সাইট, টুল বা অ্যাপ্লিকেশন এক্সেস করতে পারেন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশনের প্রথম ফ্যাক্টরটি হচ্ছে পাসওয়ার্ড। অবশ্য মেসেজের পাশাপাশি দ্বিতীয় ফ্যাক্টর হিসেবে অনেক সময় ভয়েজ-বেইজড অথেনটিকেশন ও পুশ নোটিফিকেশনও ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এমনকি ফিঙ্গারপ্রিন্ট ও ফেশিয়াল স্ক্যানের মতো বায়োমেট্রিক ডেটাও ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায়।

এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা। এতে যে কোনো অ্যাপ্লিকেশনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা সম্ভব। অনেক প্রতিষ্ঠানেও এখন এই ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই টু-ফ্যাক্টর অথেনটিকেশন বিষয়টির সাথে পরিচিত হয়েছেন ফেসবুক ব্যবহার করার মাধ্যমে। পাশাপাশি গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা ‘জিমেইল’ ব্যবহারকারীদের অনেকেই টু-স্টেপ ভেরিফিকেশনের সাথে পরিচিত।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থাটিকে অনেকেই ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ও ‘ডুয়াল ফ্যাক্টর অথেনটিকেশন’ নামেও অভিহিত করে থাকেন। মূলত এটি একটি মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম।

সুতরাং, আর দেরি কেন! এখনও এই নিরাপত্তা ফিচার ব্যবহার করা শুরু না করলে, এখনই শুরু করে দিন। এতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকবে আরও নিরাপদ।

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৬ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৬ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫