logo
জেনে নিন

সানস্ক্রিন যেভাবে ঘরেই বানাতে পারবেন

সানস্ক্রিনও আছে নানা রকমের, নানা ব্র্যান্ডের। সেসব অনেক ব্যয়বহুলও। বাড়তি খরচ এড়াতে তাই অনেকে বাড়িতেই বানিয়ে নেন সানস্ক্রিন। এতে একদিকে খরচ বাঁচে, অন্যদিকে ভেজাল পণ্য ব্যবহারের বিপদ থেকেও বাঁচা যায়।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সানস্ক্রিন যেভাবে ঘরেই বানাতে পারবেন
গরমেও নিতে হবে ত্বকের যত্ন।

দিনের প্রচণ্ড রোদে বেশিক্ষণ বাইরে থাকলে ত্বক যেন পুড়ে যায়! এজন্য সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস করেন অনেকেই। সানস্ক্রিনে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়, যা আপনার ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। এগুলো ইউভিএ এবং ইউভিবি’র বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ ক্ষমতা।

তবে সানস্ক্রিনও আছে নানা রকমের, নানা ব্র্যান্ডের। সেসব অনেক ব্যয়বহুলও। বাড়তি খরচ এড়াতে তাই অনেকে বাড়িতেই বানিয়ে নেন সানস্ক্রিন। এতে একদিকে খরচ বাঁচে, অন্যদিকে ভেজাল পণ্য ব্যবহারের বিপদ থেকেও বাঁচা যায়।

আসুন, তবে জেনে নেওয়া যাক, কিভাবে বাড়িতেই বানাবেন সানস্ক্রিন।

প্রক্রিয়া
সানস্ক্রিন বানানোর জন্যে প্রয়োজন হবে ১/৪ কাপ নারকেল তেল, ১/৪ কাপ শিয়া বাটার, ২ টেবিল চামচ জিংক অক্সাইড পাউডার, ১ টেবিল চামচ বিসওয়্যাক্স পেলেটস, ১ চা চামচ ক্যারট সিড অয়েল ও ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েলের ক্ষেত্রে ল্যাভেন্ডার কিংবা রোজ হলে ভালো হবে।

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিতে হবে। তাতে একে একে যোগ করতে হবে নারকেল তেল, বিসওয়্যাক্স ও শিয়া বাটার। তারপর প্রতিটি উপকরণ গলে মিশে গেলে আঁচ বন্ধ করে পাত্র নামিয়ে নিতে হবে। মিশ্রণটি সামান্য ঠান্ডা হওয়ার পরে তাতে দিতে হবে জিংক অক্সাইড পাউডার। খেয়াল রাখতে হবে যেন কোনও দানা দানা ভাব না থাকে মিশ্রণে। এরপর তাতে যোগ করতে হবে ক্যারট সিড অয়েল ও এসেনশিয়াল অয়েল। প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হবে একটি ক্রিমি টেক্সচার।

এভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন সানস্ক্রিন। ব্যবহার করুন নিজের হাতে বানানো সানস্ক্রিন, গরমেও ত্বকের যত্ন নিন মনের মতো।

আরো পড়ুন

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

যেসব দেশের কর্মঘণ্টা সবচেয়ে কম

বিশ্বের বিভিন্ন দেশে কর্মঘণ্টার ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মঘণ্টার নতুন পরিসংখ্যান।বিশ্বে সবচেয়ে কম কর্মঘণ্টার দেশ হলো ভানুয়াতু।  দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রতি সপ্তাহে একজন চাকরিজীবীকে গড়ে

সৌদির বাসিন্দা হলে যে অ্যাপগুলো আপনার ফোনে থাকতেই হবে

সৌদির বাসিন্দা হলে যে অ্যাপগুলো আপনার ফোনে থাকতেই হবে

আপনি যদি সৌদি আরবে বসবাস করেন তাহলে কিছু অ্যাপ আছে যেগুলো আপনার কাছে থাকতেই হবে। এসব অ্যাপ দ্বারা আপনি সহজে বিভিন্ন ধরনের প্রাত্যাহিক কাজগুলো সহজে সেরে ফেলতে পারবেন।

মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত

মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত

মালয়েশিয়ায় ব্যবসায়িক মিটিং, চিকিৎসা অথবা কোন ব্যাক্তিগত কারনে ভ্রমণ করার জন্য ভিজিট ভিসা প্রদান করা হয়। সাধারণত ৩০-৯০ দিন হয় ভিজিট ভিসার মেয়াদ।

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

প্রবাসীদের জন্য সেরা দেশ কোনটি

প্রবাসীদের অনলাইনভিত্তিক বৈশ্বিক সমাজ ইন্টারনেশনস-এর এক্সপ্যাট ইনসাইডার জরিপ বলছে, প্রবাসীদের জন্য বিশ্বের সেরা দেশ হলো উত্তর আমেরিকার দেশ পানামা।