বিডিজেন ডেস্ক
পড়ালেখা বা কাজের জন্য যদি বিদেশে যেতে চান তাহলে ওই দেশের ভাষা জানা অত্যন্ত জরুরি। ভাষা না জানলে আপনি বিপাকে পড়বেন।জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে যেখানে গেলে আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে।
তাই আসুন আসুন জেনে নেই যে কোনো দেশের ভাষা দ্রুত কীভাবে শিখবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও একটি প্রতিবেদন দ্রুত বিদেশি ভাষা বেশ কয়েকটি উপায় উল্লেখ করেছে। এগুলো হলো-
বই পড়ুন
ভাষা শিখতে চাইলে যে ভাষা শিখতে চান সেই ভাষার বইয়ের সংস্করণ যখন আপনি পড়বেন, তখন তা বুঝতে সুবিধা হবে৷
জোরে বলুন
নতুন একটি ভাষায় কথা বলা অনেক কঠিন, কেননা শুধু শিখলে হয় না শেখার সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারও করতে হয়৷ তাই প্রচুর চর্চা করতে হবে৷ আপনার যদি কোনো সঙ্গী না থাকে তাহলে যে ভাষা শিখতে চান নিজেই জোরে জোরে নিজের সঙ্গে কথা বলুন।
গৃহস্থালির জিনিসপত্র
ভাষা শেখার একটি সহজ উপায় হচ্ছে গৃহস্থালির জিনিসপত্রের ওপর ছোট ছোট কাগজ কেটে তাতে নাম লিখে রাখা। চাইলে সেগুলো ‘ডিফেনেট’ নাকি ‘ইনডেফিনেট’ নাউন তাও উল্লেখ করে দিতে পারেন৷
শিশুদের বই
যে কোনো দেশের শিশুদের বইতে স্মরকলিপি বা অক্ষরগুলো সাধারণত সহজবোধ্যভাবে লেখা হয়। তাতে অনেক ছবিও থাকে। যারা ভাষা শিখতে সবে শুরু করেছেন, তাদের জন্য এটা বেশ কার্যকর উপায়৷
বাজারের ফর্দ লিখুন
যে কোনো ভাষা শিখে মনে রাখার উপায় হলো বাজারের ফর্দ সে ভাষায় লিখলে। এটা কার্যকর এ জন্য যে, এসব শব্দ প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্যবহার করতে হতে পারে।
বলার চেষ্টা করুন
ভাষা শেখার সময় ‘নাউন’ বা ‘আর্টিকেল’ আপনি সঠিকভাবে বলতে না পারলে তাতে বড় কোনো ক্ষতির শঙ্কাও নেই। তাই ভাষা বলার চেষ্টা করুন।
রেডিও
যে কোনো দেশের ভাষা শিখতে হলে সে দেশের রেডিও শুনতে পারেন। মনে রাখবেন যত বেশি শুনবেন ততই ভাষাটির সঙ্গে আপনার সখ্য বাড়বে৷
সঙ্গী খুঁজে নিন
ভাষা শেখার অন্যতম ভালো উপায় হচ্ছে সেই ভাষাভাষী একজনকে খুঁজে নেয়া। যার সঙ্গে আপনি নিয়মিত কথা বলতে পারবেন৷ পশ্চিমা সমাজে ‘টানডেম পার্টনার’ পাওয়া যায় যারা একে অপরকে ভাষা শিখতে সহায়তা করেন৷
গান শুনুন
সংগীত মানুষকে আবেগী করে তোলে এবং একে অপরের মাঝে সেতু তৈরি করে দেয়৷ তবে এটি ভাষা শিখতেও সহায়ক৷
সিনেমা, টিভি দেখুন
ভাষা শেখা এবং বিনোদনের এক উপায় এটি। অনেক ছবি বা টিভি অনুষ্ঠান ‘সাবটাইটেলসহ’ থাকে, ফলে তা সহজে বোঝা যায়৷
রান্নার রেসিপি
রান্নায় মানে শুধু এই নয় যে, আপনি আপনার দিনের আহার তৈরি করছেন৷ এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশও৷ বিভিন্ন খাবারের নাম জানতে চাইলে রেসিপিতে আপনার শেখা ভাষা ব্যবহার করতে পারেন।
পড়ালেখা বা কাজের জন্য যদি বিদেশে যেতে চান তাহলে ওই দেশের ভাষা জানা অত্যন্ত জরুরি। ভাষা না জানলে আপনি বিপাকে পড়বেন।জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে যেখানে গেলে আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে।
তাই আসুন আসুন জেনে নেই যে কোনো দেশের ভাষা দ্রুত কীভাবে শিখবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও একটি প্রতিবেদন দ্রুত বিদেশি ভাষা বেশ কয়েকটি উপায় উল্লেখ করেছে। এগুলো হলো-
বই পড়ুন
ভাষা শিখতে চাইলে যে ভাষা শিখতে চান সেই ভাষার বইয়ের সংস্করণ যখন আপনি পড়বেন, তখন তা বুঝতে সুবিধা হবে৷
জোরে বলুন
নতুন একটি ভাষায় কথা বলা অনেক কঠিন, কেননা শুধু শিখলে হয় না শেখার সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারও করতে হয়৷ তাই প্রচুর চর্চা করতে হবে৷ আপনার যদি কোনো সঙ্গী না থাকে তাহলে যে ভাষা শিখতে চান নিজেই জোরে জোরে নিজের সঙ্গে কথা বলুন।
গৃহস্থালির জিনিসপত্র
ভাষা শেখার একটি সহজ উপায় হচ্ছে গৃহস্থালির জিনিসপত্রের ওপর ছোট ছোট কাগজ কেটে তাতে নাম লিখে রাখা। চাইলে সেগুলো ‘ডিফেনেট’ নাকি ‘ইনডেফিনেট’ নাউন তাও উল্লেখ করে দিতে পারেন৷
শিশুদের বই
যে কোনো দেশের শিশুদের বইতে স্মরকলিপি বা অক্ষরগুলো সাধারণত সহজবোধ্যভাবে লেখা হয়। তাতে অনেক ছবিও থাকে। যারা ভাষা শিখতে সবে শুরু করেছেন, তাদের জন্য এটা বেশ কার্যকর উপায়৷
বাজারের ফর্দ লিখুন
যে কোনো ভাষা শিখে মনে রাখার উপায় হলো বাজারের ফর্দ সে ভাষায় লিখলে। এটা কার্যকর এ জন্য যে, এসব শব্দ প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্যবহার করতে হতে পারে।
বলার চেষ্টা করুন
ভাষা শেখার সময় ‘নাউন’ বা ‘আর্টিকেল’ আপনি সঠিকভাবে বলতে না পারলে তাতে বড় কোনো ক্ষতির শঙ্কাও নেই। তাই ভাষা বলার চেষ্টা করুন।
রেডিও
যে কোনো দেশের ভাষা শিখতে হলে সে দেশের রেডিও শুনতে পারেন। মনে রাখবেন যত বেশি শুনবেন ততই ভাষাটির সঙ্গে আপনার সখ্য বাড়বে৷
সঙ্গী খুঁজে নিন
ভাষা শেখার অন্যতম ভালো উপায় হচ্ছে সেই ভাষাভাষী একজনকে খুঁজে নেয়া। যার সঙ্গে আপনি নিয়মিত কথা বলতে পারবেন৷ পশ্চিমা সমাজে ‘টানডেম পার্টনার’ পাওয়া যায় যারা একে অপরকে ভাষা শিখতে সহায়তা করেন৷
গান শুনুন
সংগীত মানুষকে আবেগী করে তোলে এবং একে অপরের মাঝে সেতু তৈরি করে দেয়৷ তবে এটি ভাষা শিখতেও সহায়ক৷
সিনেমা, টিভি দেখুন
ভাষা শেখা এবং বিনোদনের এক উপায় এটি। অনেক ছবি বা টিভি অনুষ্ঠান ‘সাবটাইটেলসহ’ থাকে, ফলে তা সহজে বোঝা যায়৷
রান্নার রেসিপি
রান্নায় মানে শুধু এই নয় যে, আপনি আপনার দিনের আহার তৈরি করছেন৷ এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশও৷ বিভিন্ন খাবারের নাম জানতে চাইলে রেসিপিতে আপনার শেখা ভাষা ব্যবহার করতে পারেন।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।
চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।