বিডিজেন ডেস্ক
জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর।
তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ।
তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।
যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে।
তথ্যসূত্র: সিনেট
জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর।
তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ।
তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।
যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে।
তথ্যসূত্র: সিনেট
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫