বিডিজেন ডেস্ক
জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর।
তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ।
তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।
যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে।
তথ্যসূত্র: সিনেট
জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর।
তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ।
তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।
যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে।
তথ্যসূত্র: সিনেট
ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। শুধু টাকাপয়সা নেওয়াই নয় স্মার্টফোন কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিতে পারে নিমেষে। তা হলে উপায়?
আমরা দিনের শুরুতে অনেকেই চা পান করি। কেউ খালি পেটে পান করি, আবার কেউ নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?
শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না। তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত। চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ!