বিডিজেন ডেস্ক
জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর।
তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ।
তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।
যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে।
তথ্যসূত্র: সিনেট
জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর।
তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ।
তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।
যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে।
তথ্যসূত্র: সিনেট
সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।