logo
জেনে নিন

জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? জেনে নিন কী করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? জেনে নিন কী করবেন
জিমেইল মূলত গুগল মেইল। গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত।

জিমেইল মূলত গুগল মেইল। অর্থাৎ, গুগলের মেইল সেবাই জিমেইল নামে পরিচিত। এখনকার দিনে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্টের বহুল ব্যবহার চোখে পড়ে। গুগলের সেবা হওয়ার কারণে জিমেইলে আস্থা আছে বেশির ভাগ ব্যবহারকারীর। 

তবে মাথায় রাখতে হবে যে, যতোই নিরাপত্তা ফিচার থাকুক না কেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো হ্যাক হতে পারে জিমেইলও। আর তখনই ঘটে যাবে সর্বনাশ। 

তাই জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা পেলে সতর্ক হতেই হবে। হ্যাক যেন না হয়, সেজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নিতে হবে।

যেভাবে বুঝবেন হ্যাক হয়েছে  
প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে থাকা ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’–এ ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ‘ইউর ডিভাইস’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে যান। সেখানে কোন কোন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, তার তালিকা পাওয়া যাবে। ওই তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) থাকে যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে বোঝা যাবে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করতে হবে।

অ্যাকাউন্ট হ্যাক? যা করবেন
* দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে ফেলুন।
* নতুন ও শক্ত পাসওয়ার্ড দিন।
* অনুমান করা যায় এমন গৎবাঁধা পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
* অ্যাকাউন্টে চালু করে ফেলুন টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এতে জিমেইল অ্যাকাউন্ট আরও নিরাপদ হবে। 

তথ্যসূত্র: সিনেট

আরও পড়ুন

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা

৯ দিন আগে

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

৯ দিন আগে

ঘন ঘন হাই তুলছেন, কঠিন কোনো রোগে পড়েননি তো?

ঘন ঘন হাই তুলছেন, কঠিন কোনো রোগে পড়েননি তো?

পর্যাপ্ত ঘুম হওয়ার পরও অনেকেরই সকাল থেকে রাত অবধি হাই উঠতেই থাকে। তবে ঘন ঘন এই হাই তোলাও কিন্তু হৃদ্‌রোগের পূর্বলক্ষণ হতে পারে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ থেকে প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে।

১০ দিন আগে