বিডিজেন ডেস্ক
সৌদি আরবে এখন গ্রীষ্ম শেষের দিক। এসময়টা দেশটি ভ্রমণের জন্য উপযুক্ত সময়। সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়া ঘোষণা করেছে যে, তাদের ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের সর্বোচ্চ চার দিন (৯৬ ঘন্টা) ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যদি আপনি এই ভিসায় জেদ্দায় গিয়ে থাকুন তাহলে ঘুরে শহরটি এসব স্থান।
সৌদিয়ার একটি হাব হলো জেদ্দা। এখানে আপনি দেখতে যেতে দেখতে পারেন ঐতিহাসিক আল বালাদ শহর ।ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত আরেক শহর আল বালাদ। জায়গাটি বেশি পরিচিত জেদ্দার পুরোনো শহর নামে।
জেদ্দার আল বালাদ জেলায় দেখা যাবে সপ্তম শতকের স্থাপত্য। এই চমৎকার স্থাপত্যগুলো পর্যটকদের নিয়ে যায় কয়েক হাজার বছর পেছনে। আগ্রহী ক্রেতাদের জন্য এই শহরের বিভিন্ন রাস্তায় কেনাকাটার সুযোগ আছে নানা ধরনের মসলা, গয়না, টেক্সটাইল ও পারফিউমসহ অনেক কিছু। স্মৃতি হিসেবে নেওয়ার জন্য পাওয়া যাবে হরেক রকম স্যুভেনির। রাস্তার পাশের এসব দোকান ছাড়াও বিশেষ কিছু আকর্ষণ আছে এই জায়গায়। এছাড়াও রয়েছে ল্যাব বর্ডারলেস জেদ্দাহ নামের একটি আর্ট মিউজিয়াম।
আপনি যদি সাইকেল চালাতে বা হেঁটে হেঁটে সূর্যাস্ত দেখতে চান তাহলে চলে যেতে পারেন জেদ্দার ওয়াটারফ্রন্ট পার্কে। স্থানীয়ভাবে এটি আল কোরনাইশ নামে পরিচিত। দর্শনার্থীরা আরও উপভোগ করতে পারবেন জেদ্দার ইয়ট ক্লাব এবং মেরিনা ক্লাব , রেড সি মল এবং দৃষ্টিনন্দন কিং ফাহাদ ঝর্ণা।
এছাড়া একদিনের ট্রিপের জন্য আপনি চলে যেতে পারেন তাইফে। পর্বতঘেরা তাইফ গোলাপের জন্য বিখ্যাত। আপনি যদি ওমরাহ করতে চান চলে যান পবিত্র নগরী মক্কাতে। জেদ্দা থেকে এক ঘণ্টা স্থলপথে ভ্রমণ করলে যেতে পারবেন মক্কায়।
তথ্যসূত্র: গ্লোবালনিউজওয়্যার
সৌদি আরবে এখন গ্রীষ্ম শেষের দিক। এসময়টা দেশটি ভ্রমণের জন্য উপযুক্ত সময়। সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়া ঘোষণা করেছে যে, তাদের ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের সর্বোচ্চ চার দিন (৯৬ ঘন্টা) ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যদি আপনি এই ভিসায় জেদ্দায় গিয়ে থাকুন তাহলে ঘুরে শহরটি এসব স্থান।
সৌদিয়ার একটি হাব হলো জেদ্দা। এখানে আপনি দেখতে যেতে দেখতে পারেন ঐতিহাসিক আল বালাদ শহর ।ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত আরেক শহর আল বালাদ। জায়গাটি বেশি পরিচিত জেদ্দার পুরোনো শহর নামে।
জেদ্দার আল বালাদ জেলায় দেখা যাবে সপ্তম শতকের স্থাপত্য। এই চমৎকার স্থাপত্যগুলো পর্যটকদের নিয়ে যায় কয়েক হাজার বছর পেছনে। আগ্রহী ক্রেতাদের জন্য এই শহরের বিভিন্ন রাস্তায় কেনাকাটার সুযোগ আছে নানা ধরনের মসলা, গয়না, টেক্সটাইল ও পারফিউমসহ অনেক কিছু। স্মৃতি হিসেবে নেওয়ার জন্য পাওয়া যাবে হরেক রকম স্যুভেনির। রাস্তার পাশের এসব দোকান ছাড়াও বিশেষ কিছু আকর্ষণ আছে এই জায়গায়। এছাড়াও রয়েছে ল্যাব বর্ডারলেস জেদ্দাহ নামের একটি আর্ট মিউজিয়াম।
আপনি যদি সাইকেল চালাতে বা হেঁটে হেঁটে সূর্যাস্ত দেখতে চান তাহলে চলে যেতে পারেন জেদ্দার ওয়াটারফ্রন্ট পার্কে। স্থানীয়ভাবে এটি আল কোরনাইশ নামে পরিচিত। দর্শনার্থীরা আরও উপভোগ করতে পারবেন জেদ্দার ইয়ট ক্লাব এবং মেরিনা ক্লাব , রেড সি মল এবং দৃষ্টিনন্দন কিং ফাহাদ ঝর্ণা।
এছাড়া একদিনের ট্রিপের জন্য আপনি চলে যেতে পারেন তাইফে। পর্বতঘেরা তাইফ গোলাপের জন্য বিখ্যাত। আপনি যদি ওমরাহ করতে চান চলে যান পবিত্র নগরী মক্কাতে। জেদ্দা থেকে এক ঘণ্টা স্থলপথে ভ্রমণ করলে যেতে পারবেন মক্কায়।
তথ্যসূত্র: গ্লোবালনিউজওয়্যার
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।
গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—
০২ জুন ২০২৫