বিডিজেন ডেস্ক
১. বিদেশ থেকে আসা সকল যাত্রীকে (অপর্যটক) তফসিল ১–এ বর্ণিত ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে দিতে হবে।
২. সঙ্গে না নিয়ে আসা (আন-অ্যাকোমপানিড) ব্যাগেজের ক্ষেত্রে কাস্টমস হল (Customs hall) বা কাস্টমস এলাকা থেকে চলে যাওয়ার আগেই যাত্রী কর্তৃক কাস্টমস কর্তৃপক্ষের কাছে তফসিল ১–এ বর্ণিত ফরম পূরণ করে ব্যাগেজ ঘোষণা দিতে হবে।
৩. ভুলে অথবা অন্য কোনো অনিবার্য কারণে, উপ-বিধি (১) ও উপ-বিধি (২)–এর বিধান মোতাবেক কোনো যাত্রী কর্তৃক ব্যাগেজ ঘোষণা প্রদান করা সম্ভব না হলে ওই যাত্রীর আসার ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাসিসটেন্ট কমিশনার অব কাস্টমসের নিচে নন এমন কাস্টমস কর্মকর্তার কাছে তফসিল ১–এ বর্ণিত ফরম পূরণ করে তিনি ব্যাগেজ ঘোষণা দিতে পারবেন।
৪. একজন যাত্রী ১ (এক) পঞ্জিকা বছরে কেবল একবার সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ আনতে পারবেন।
৫. একজন যাত্রী উৎস দেশ অর্থাৎ যে দেশ থেকে তিনি যাত্রা আরম্ভ করেছেন, কেবল সেই দেশ থেকে সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ (যদি থাকে) আনতে পারবেন।
৬. যাত্রী কর্তৃক ব্যাগেজ ঘোষণা দাখিলকালে সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ প্রেরণের জন্য প্রদত্ত বুকিংয়ের প্রমাণক দলিলাদি ঘোষণাপত্রের সঙ্গে উপস্থাপন করতে হবে।
(সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন, ২৯ মে ২০২৪, এসআরও নম্বর ২০৩-আইন/২০২৪/৫৫/কাস্টমস।)
১. বিদেশ থেকে আসা সকল যাত্রীকে (অপর্যটক) তফসিল ১–এ বর্ণিত ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে দিতে হবে।
২. সঙ্গে না নিয়ে আসা (আন-অ্যাকোমপানিড) ব্যাগেজের ক্ষেত্রে কাস্টমস হল (Customs hall) বা কাস্টমস এলাকা থেকে চলে যাওয়ার আগেই যাত্রী কর্তৃক কাস্টমস কর্তৃপক্ষের কাছে তফসিল ১–এ বর্ণিত ফরম পূরণ করে ব্যাগেজ ঘোষণা দিতে হবে।
৩. ভুলে অথবা অন্য কোনো অনিবার্য কারণে, উপ-বিধি (১) ও উপ-বিধি (২)–এর বিধান মোতাবেক কোনো যাত্রী কর্তৃক ব্যাগেজ ঘোষণা প্রদান করা সম্ভব না হলে ওই যাত্রীর আসার ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাসিসটেন্ট কমিশনার অব কাস্টমসের নিচে নন এমন কাস্টমস কর্মকর্তার কাছে তফসিল ১–এ বর্ণিত ফরম পূরণ করে তিনি ব্যাগেজ ঘোষণা দিতে পারবেন।
৪. একজন যাত্রী ১ (এক) পঞ্জিকা বছরে কেবল একবার সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ আনতে পারবেন।
৫. একজন যাত্রী উৎস দেশ অর্থাৎ যে দেশ থেকে তিনি যাত্রা আরম্ভ করেছেন, কেবল সেই দেশ থেকে সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ (যদি থাকে) আনতে পারবেন।
৬. যাত্রী কর্তৃক ব্যাগেজ ঘোষণা দাখিলকালে সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ প্রেরণের জন্য প্রদত্ত বুকিংয়ের প্রমাণক দলিলাদি ঘোষণাপত্রের সঙ্গে উপস্থাপন করতে হবে।
(সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন, ২৯ মে ২০২৪, এসআরও নম্বর ২০৩-আইন/২০২৪/৫৫/কাস্টমস।)
চট্টগ্রামে সরকারিভাবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) সেপ্টেম্বর-ডিসেম্বর-২০২৫ সেশনে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
জিম বা ব্যায়ামাগারে যাওয়ার সময় পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।
বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।