logo
জেনে নিন

বিদেশ থেকে আসা যাত্রীর ব্যাগেজ ঘোষণাপত্রের বিধান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিদেশ থেকে আসা যাত্রীর ব্যাগেজ ঘোষণাপত্রের বিধান
বিদেশ থেকে আসা যাত্রী

১. বিদেশ থেকে আসা সকল যাত্রীকে (অপর্যটক) তফসিল ১–এ বর্ণিত ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে দিতে হবে।

২. সঙ্গে না নিয়ে আসা (আন-অ্যাকোমপানিড) ব্যাগেজের ক্ষেত্রে কাস্টমস হল (Customs hall) বা কাস্টমস এলাকা থেকে চলে যাওয়ার আগেই যাত্রী কর্তৃক কাস্টমস কর্তৃপক্ষের কাছে তফসিল ১–এ বর্ণিত ফরম পূরণ করে ব্যাগেজ ঘোষণা দিতে হবে।

৩. ভুলে অথবা অন্য কোনো অনিবার্য কারণে, উপ-বিধি (১) ও উপ-বিধি (২)–এর বিধান মোতাবেক কোনো যাত্রী কর্তৃক ব্যাগেজ ঘোষণা প্রদান করা সম্ভব না হলে ওই যাত্রীর আসার ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাসিসটেন্ট কমিশনার অব কাস্টমসের নিচে নন এমন কাস্টমস কর্মকর্তার কাছে তফসিল ১–এ বর্ণিত ফরম পূরণ করে তিনি ব্যাগেজ ঘোষণা দিতে পারবেন।

৪. একজন যাত্রী ১ (এক) পঞ্জিকা বছরে কেবল একবার সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ আনতে পারবেন।

৫. একজন যাত্রী উৎস দেশ অর্থাৎ যে দেশ থেকে তিনি যাত্রা আরম্ভ করেছেন, কেবল সেই দেশ থেকে সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ (যদি থাকে) আনতে পারবেন।

৬. যাত্রী কর্তৃক ব্যাগেজ ঘোষণা দাখিলকালে সঙ্গে না নিয়ে আসা ব্যাগেজ প্রেরণের জন্য প্রদত্ত বুকিংয়ের প্রমাণক দলিলাদি ঘোষণাপত্রের সঙ্গে উপস্থাপন করতে হবে।

(সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন, ২৯ মে ২০২৪, এসআরও নম্বর ২০৩-আইন/২০২৪/৫৫/কাস্টমস।)

আরও পড়ুন

স্মার্টফোন হ্যাকারের নিয়ন্ত্রণে কি না বুঝবেন যেভাবে

স্মার্টফোন হ্যাকারের নিয়ন্ত্রণে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। শুধু টাকাপয়সা নেওয়াই নয় স্মার্টফোন কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিতে পারে নিমেষে। তা হলে উপায়?

১ দিন আগে

ঘুম থেকে উঠেই চা খেলে জানেন কী হতে পারে?

ঘুম থেকে উঠেই চা খেলে জানেন কী হতে পারে?

আমরা দিনের শুরুতে অনেকেই চা পান করি। কেউ খালি পেটে পান করি, আবার কেউ নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?

২ দিন আগে

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না। তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত। চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ!

৪ দিন আগে