বিডিজেন ডেস্ক
কাজ রেখে মাগরিবের নামাজ পড়ায় কুয়েতে এক সমবায় সমিতির প্রবাসী কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাশিয়ার পদে কর্মরত ৩৩ বছর বয়সী ভুক্তভোগী প্রবাসী ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন। তিনি শামিয়া থানায় একটি মামলাও দায়ের করেছেন।
ভুক্তভোগীর ভাষ্য, গত বৃহস্পতিবার কাজ রেখে মাগরিবের নামাজ পড়ায় একজন নিরাপত্তা কর্মকর্তা তাঁকে মারধর করেন। পরে অভিযুক্ত ওই ক্যাশিয়ারকে হুমকি দিয়ে বলেন, ‘আমি তোমার এবং তোমার বাবার মাথায় আঘাত করব।’
এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা কর্মকর্তাকে আটক করার নির্দেশ দিয়েছে তদন্ত কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে তা পরীক্ষা করা হবে এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।
ভুক্তভোগী ক্যাশিয়ার মারধরের ঘটনায় যে আঘাত পেয়েছেন তার মেডিকেল রিপোর্টও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন। স্থানীয় একটি সরকারি হাসপাতাল থেকে এই রিপোর্ট করানো হয়েছে।
কাজ রেখে মাগরিবের নামাজ পড়ায় কুয়েতে এক সমবায় সমিতির প্রবাসী কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাশিয়ার পদে কর্মরত ৩৩ বছর বয়সী ভুক্তভোগী প্রবাসী ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন। তিনি শামিয়া থানায় একটি মামলাও দায়ের করেছেন।
ভুক্তভোগীর ভাষ্য, গত বৃহস্পতিবার কাজ রেখে মাগরিবের নামাজ পড়ায় একজন নিরাপত্তা কর্মকর্তা তাঁকে মারধর করেন। পরে অভিযুক্ত ওই ক্যাশিয়ারকে হুমকি দিয়ে বলেন, ‘আমি তোমার এবং তোমার বাবার মাথায় আঘাত করব।’
এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা কর্মকর্তাকে আটক করার নির্দেশ দিয়েছে তদন্ত কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে তা পরীক্ষা করা হবে এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।
ভুক্তভোগী ক্যাশিয়ার মারধরের ঘটনায় যে আঘাত পেয়েছেন তার মেডিকেল রিপোর্টও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন। স্থানীয় একটি সরকারি হাসপাতাল থেকে এই রিপোর্ট করানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।
কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।