বিডিজেন ডেস্ক
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশের বাসিন্দারা বছরের যেকোনো সময় ওমরাহ পালন করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জিসিসিভুক্ত দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েত।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, জিসিসির বাসিন্দারা সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে একটি ওমরাহ প্যাকেজ নিতে পারবেন। তারা স্বীকৃত ভিসা কেন্দ্রের মাধ্যমেও ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া তারা যদি সৌদি এয়ারলাইনস বা ফ্লাইনাস দিয়ে যাতায়াত করেন তাহলে একটি ট্রানজিট ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে তারা যাত্রাবিরতিতেও ওমরাহ পালন করতে পারবেন।
ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের সুশৃঙ্খল ও নিরাপদ আচার-অনুষ্ঠান নিশ্চিত করতে মক্কার গ্র্যান্ড মসজিদে পৌঁছনোর আগে অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নেওয়া নিশ্চিত করতে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশের বাসিন্দারা বছরের যেকোনো সময় ওমরাহ পালন করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জিসিসিভুক্ত দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েত।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, জিসিসির বাসিন্দারা সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে একটি ওমরাহ প্যাকেজ নিতে পারবেন। তারা স্বীকৃত ভিসা কেন্দ্রের মাধ্যমেও ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া তারা যদি সৌদি এয়ারলাইনস বা ফ্লাইনাস দিয়ে যাতায়াত করেন তাহলে একটি ট্রানজিট ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে তারা যাত্রাবিরতিতেও ওমরাহ পালন করতে পারবেন।
ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের সুশৃঙ্খল ও নিরাপদ আচার-অনুষ্ঠান নিশ্চিত করতে মক্কার গ্র্যান্ড মসজিদে পৌঁছনোর আগে অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নেওয়া নিশ্চিত করতে হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।
কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।