logo
দরদাম

দুবাইয়ে সোনার দাম আরও বাড়ল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ দিন আগে
Copied!
দুবাইয়ে সোনার দাম আরও বাড়ল

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ ১১ ডিসেম্বর (বুধবার) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। গতকাল মঙ্গলবার বিকেলের সঙ্গে তুলনা করলে এই দর আরও বেড়েছে।

প্রতি গ্রাম হিসেবে দাম–

২৪ ক্যারেট ৩২৭.২৫ দিরহাম।

২২ ক্যারেট ৩০৩.০০ দিরহাম।

২১ ক্যারেট ২৯৩.৫০ দিরহাম।

১৮ ক্যারেট ২৫১.৫০ দিরহাম।

উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন