logo
দরদাম

দুবাইয়ে আজ শুক্রবারও সোনার দর কমল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩ দিন আগে
Copied!
দুবাইয়ে আজ শুক্রবারও সোনার দর কমল

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ ২০ ডিসেম্বর (শুক্রবার) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। গতকাল বৃহস্পতিবারের সঙ্গে তুলনা করলে এই দর কমেছে।

প্রতি গ্রাম হিসেবে দাম–

২৪ ক্যারেট ৩১৪.৫০ দিরহাম।

২২ ক্যারেট ২৯১.০০ দিরহাম।

২১ ক্যারেট ২৮১.৭৫ দিরহাম।

১৮ ক্যারেট ২৪১.৫০ দিরহাম।

উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন