logo
দরদাম

দুবাইয়ে সোনার দাম আজও অপরিবর্তিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে সোনার দাম আজও অপরিবর্তিত

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আজ রোববারের (১৭ নভেম্বর) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। গতকাল শনিবারের সঙ্গে তুলনা করলে এই দর অপরিবর্তিত রয়েছে। গত বৃহস্পতিবার সোনার দাম কমেছিল।

প্রতি গ্রাম হিসেবে দাম–

২৪ ক্যারেট ৩১০.৭৫ দিরহাম।

২২ ক্যারেট ২৮৭.৭৫ দিরহাম।

২১ ক্যারেট ২৭৮.৫০ দিরহাম।

১৮ ক্যারেট ২৩৮.৭৫ দিরহাম।

উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন