logo
দরদাম

দুবাইয়ে ৯ ডিসেম্বর সোনার দর কিছুটা বাড়ল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ দিন আগে
Copied!
দুবাইয়ে ৯ ডিসেম্বর সোনার দর কিছুটা বাড়ল
ছবি: সংগৃহীত

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ ৯ ডিসেম্বর (সোমবার) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। গতকাল রোববারের সকালের সঙ্গে তুলনা করলে এই দর কিছুটা বেড়েছে।

প্রতি গ্রাম হিসেবে দাম–

২৪ ক্যারেট ৩১৯.২৫ দিরহাম।

২২ ক্যারেট ২৯৫.৫০ দিরহাম।

২১ ক্যারেট ২৮৬.২৫ দিরহাম।

১৮ ক্যারেট ২৪৫.২৫ দিরহাম।

উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন