বিডিজেন ডেস্ক
প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গত চার সপ্তাহে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে। আর ডিসেম্বরে রেকর্ড গড়ল।
১৬ বছরের বেশি সময় ধরে অস্থিরতা ও এর উত্থানকে ঘিরে বিতর্ক সত্ত্বেও বিটকয়েনকে দমানো যায়নি। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ক্রমাগত বিটকয়েনের দামবৃদ্ধি ও স্থিতিস্থাপকতা বিশ্বব্যাপী আর্থিক বাজারে এর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত করে। একইভাবে বোঝায়, ডিজিটাল মুদ্রা খুব দ্রুত বিলীন হয়ে যাবে না।
প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই ক্রিপ্টোকারেন্সির বাজার সরগরম। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা প্রণয়ন করবেন এবং এই খাতে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে আনবেন, এই আশায় ক্রিপ্টোর বাজারে লেনদেন যেমন বেড়েছে, তেমনি দামও উঠেছে রেকর্ড উচ্চতায়।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েন সর্বশেষ এক লাখ ২৭ ডলারে লেনদেন হয়েছে।
নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকে প্রায় প্রতিদিনই বিটকয়েনের দাম পৌঁছেছে নতুন উচ্চতায়। এ যেন রেকর্ড ভাঙ্গা-গড়ার এক খেলায় মেতেছে বিটকয়েনের বাজার। গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল প্রকাশের দিনই বিটকয়েনের দাম প্রথমবারের মতো পৌঁছে যায় ৭৫ হাজার ডলারে।
প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গত চার সপ্তাহে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে। আর ডিসেম্বরে রেকর্ড গড়ল।
১৬ বছরের বেশি সময় ধরে অস্থিরতা ও এর উত্থানকে ঘিরে বিতর্ক সত্ত্বেও বিটকয়েনকে দমানো যায়নি। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ক্রমাগত বিটকয়েনের দামবৃদ্ধি ও স্থিতিস্থাপকতা বিশ্বব্যাপী আর্থিক বাজারে এর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত করে। একইভাবে বোঝায়, ডিজিটাল মুদ্রা খুব দ্রুত বিলীন হয়ে যাবে না।
প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই ক্রিপ্টোকারেন্সির বাজার সরগরম। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা প্রণয়ন করবেন এবং এই খাতে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে আনবেন, এই আশায় ক্রিপ্টোর বাজারে লেনদেন যেমন বেড়েছে, তেমনি দামও উঠেছে রেকর্ড উচ্চতায়।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েন সর্বশেষ এক লাখ ২৭ ডলারে লেনদেন হয়েছে।
নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকে প্রায় প্রতিদিনই বিটকয়েনের দাম পৌঁছেছে নতুন উচ্চতায়। এ যেন রেকর্ড ভাঙ্গা-গড়ার এক খেলায় মেতেছে বিটকয়েনের বাজার। গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল প্রকাশের দিনই বিটকয়েনের দাম প্রথমবারের মতো পৌঁছে যায় ৭৫ হাজার ডলারে।