logo
জেনে নিন

বিশ্বের সবচেয়ে উঁচু ১০ ভবন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ নভেম্বর ২০২৪
Copied!
বিশ্বের সবচেয়ে উঁচু ১০ ভবন
সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা। ছবি: সংগৃহীত

আধুনিককালে বিশ্বে পাল্লা দিয়ে আকাশচুম্বী ভবন তৈরি করছে বিভিন্ন দেশ। নকশা ও নির্মাণকাজের সীমাবদ্ধতাগুলো কাটাতে অবিরাম চেষ্টা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে উঁচু ১০ ভবন সম্পর্কে বলা হয়েছে। চলুন জেনে নিই, বিশ্বের সবচেয়ে উঁচু ১০ ভবন কোনগুলো ও কোথায় অবস্থিত।

১. বুর্জ খলিফা, সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান। আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে এর নামকরণ। ৮২৮ মিটার উচ্চতার ভবনটিতে আছে ১৬৩টি তলা। সেখানে আবাসিক ভবন যেমন আছে, তেমনি আছে অফিস ও হোটেলের জায়গা। স্থাপত্যপ্রতিষ্ঠান স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিলের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন। ২০১০ সালে বুর্জ খলিফার নির্মাণকাজ শেষ হয়।

২. মারদেকা, মালয়েশিয়া

বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন মারদেকার উচ্চতা ৬৭৮ দশমিক ৯ মিটার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ১১৮ তলাবিশিষ্ট ভবনটি পিএনবি ১১৮ নামেও পরিচিত। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন। ভবনটিতে আছে অফিস, খুচরা দোকানপাট, হোটেল কক্ষ ও ওপর থেকে নিচের দিকে দৃষ্টিনন্দন স্থান দেখার জায়গা। ২০২৩ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। মালয় ভাষায় মারদেকার অর্থ স্বাধীনতা। মালয়েশিয়ার বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি পারমোদালান ন্যাসিওনাল বেরহাদ (পিএনবি) প্রকল্পটির উন্নয়ন ও অর্থায়নে নেতৃত্ব দিয়েছে।

৩. সাংহাই টাওয়ার, চীন

চীনের সাংহাই শহরের সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ার। ১২৮ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৬৩২ মিটার। আইকনিক এই অট্টালিকার নকশা করেছে স্থাপত্যপ্রতিষ্ঠান গেনসলার। এখানে আছে বাণিজ্যিক কেন্দ্র, অফিস ও হোটেলের জায়গা। বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ স্থান ও দ্রুতগতির এলিভেটরের অবস্থানও এখানে। ২০১৫ সালে সাংহাই টাওয়ারের নির্মাণকাজ শেষ হয়। সাংহাই টাওয়ারের পাশেই সাংহাই ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টারের অবস্থান। এটি বিশ্বের ১২তম উঁচু ভবন।

৪. মক্কা ক্লক রয়েল টাওয়ার, সৌদি আরব

মক্কা ক্লক রয়েল টাওয়ার বিশ্বের চতুর্থ সুউচ্চ ভবন। সৌদি আরবের মক্কায় অবস্থিত ভবনটি আবরাজ আল বাইতিন মক্কা নামেও পরিচিত। এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবন। বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটির অবস্থানও এ ভবনে। মক্কা ক্লক রয়েল টাওয়ারের নকশা করেছে স্থাপত্যপ্রতিষ্ঠান দার আল হানদাসাহ শাইর অ্যান্ড পার্টনারস। ১২০ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। প্রতিবছর মক্কায় যাওয়া হাজিদের থাকার জন্য ভবনটিতে আছে সাতটি হোটেল।

৫. পিং অ্যান ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার, চীন

চীনের শেনজেনে অবস্থিত দ্য পিং অ্যান ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টার বিশ্বের পঞ্চম সুউচ্চ ভবন। এটি এশিয়ার তৃতীয় উঁচু ভবন। ১১৫ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৯৯ মিটার। স্থাপত্যপ্রতিষ্ঠান কোহন পেডারসেন ফক্স অ্যাসোসিয়েটস এর নকশা করেছে। ২০১৭ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। এটি অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি এখানে আছে অফিসের জায়গা, সম্মেলনকেন্দ্র, খুচরা দোকানপাট ও একটি বিলাসবহুল হোটেল।

৬. লোটে ওয়ার্ল্ড, দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সিউলে লোটে ওয়ার্ল্ড টাওয়ারের অবস্থান। ১২৩ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৫৫ মিটার। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের ষষ্ঠ উঁচু ভবন। এ ভবনেরও নকশা করেছে স্থাপত্যপ্রতিষ্ঠান কোহন পেডারসেন ফক্স অ্যাসোসিয়েটস। ২০১৭ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ভবনটিতে আছে অফিস, অ্যাপার্টমেন্ট, একটি হোটেল, খুচরা আউটলেট, একটি কনসার্ট হল এবং একটি পর্যবেক্ষণের জায়গা (ভিউয়িং প্ল্যাটফর্ম)।

৭. ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটির অবস্থিত। এটি বিশ্বের সপ্তম উঁচু ভবন। এর উচ্চতা ৫৪১ মিটার। স্থাপত্যপ্রতিষ্ঠান স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিলের স্থপতি ডেভিড চাইল্ডস এর নকশা করেছেন। ২০১৪ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। এটি একটি বহুমুখী কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এখানে অফিসের জায়গা পর্যবেক্ষণের স্থান এবং একটি জাদুঘরও আছে।

৮. সিটিএফ ফিন্যান্স সেন্টার, চীন

চীনের গুয়াংজুতে অবস্থিত গুয়াংজু সিটিএফ (চৌ তাই ফুক) ফিন্যান্স সেন্টারের অবস্থান। এটি বিশ্বের অষ্টম উঁচু এবং চীনের তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন। ১১১ তলাবিশিষ্ট ভবনটির উচ্চতা ৫৩০ মিটার। অফিস, একটি হোটেল, বিলাসবহুল বাসস্থানসহ বিভিন্ন সুব্যবস্থা আছে ভবনটিতে। স্থাপত্যপ্রতিষ্ঠান কোহন পেডারসেন ফক্স অ্যাসোসিয়েটস এটির নকশা করেছে। ২০১৬ সালে সিটিএফ ফিন্যান্স সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়।

৯. তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার, চীন

অবাক করা একটি বিষয় হলো, বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় আট ও নয় নম্বরে থাকা ভবন দুটি সমানে সমান। তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার এবং গুয়াংজু সিটিএফ ফিন্যান্স সেন্টার—দুটি ভবনেরই উচ্চতা ৫৩০ মিটার। তবে তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টার ভবনটি ৮৭ তলাবিশিষ্ট। আর গুয়াংজু সিটিএফ ফিন্যান্স সেন্টারে আছে ১১১ তলা। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হয়। তিয়ানজিন সিটিএফ ফিন্যান্স সেন্টারটি স্থাপত্যপ্রতিষ্ঠান রোনাল্ড লু অ্যান্ড পার্টনার। স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিল যৌথভাবে এর নকশা করেছে। ভবনটিতে আছে অফিসের জায়গা, বিলাসবহুল পরিষেবাযুক্ত অ্যাপার্টমেন্ট ও একটি হোটেল।

১০. সিআইটিআইসি টাওয়ার, চীন

বেইজিংয়ে অবস্থিত সিআইটিআইসি টাওয়ারটি চীন জুন টাওয়ার নামেও পরিচিত। এটি বেইজিংয়ে সবচেয়ে উঁচু ভবন। ভবনটির উচ্চতা ৫২৮ মিটার। স্থাপত্যপ্রতিষ্ঠান কোহন পেডারসেন ফক্স অ্যাসোসিয়েটস এটির নকশা করেছে। প্রাচীন চীনা জাহাজ ‘জুন’-এর আদলে এর নকশা করা হয়েছে।

আরও পড়ুন

স্মার্টফোন হ্যাকারের নিয়ন্ত্রণে কি না বুঝবেন যেভাবে

স্মার্টফোন হ্যাকারের নিয়ন্ত্রণে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। শুধু টাকাপয়সা নেওয়াই নয় স্মার্টফোন কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিতে পারে নিমেষে। তা হলে উপায়?

১৯ ঘণ্টা আগে

ঘুম থেকে উঠেই চা খেলে জানেন কী হতে পারে?

ঘুম থেকে উঠেই চা খেলে জানেন কী হতে পারে?

আমরা দিনের শুরুতে অনেকেই চা পান করি। কেউ খালি পেটে পান করি, আবার কেউ নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?

২ দিন আগে

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না। তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত। চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ!

৪ দিন আগে