top ad image
top ad image
home iconarrow iconরাজনীতি

স্থগিত হলো যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন

স্থগিত হলো যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন
ফাইল ছবি

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের দেওয়া এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ।

এ সম্পর্কিত চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ ১৩ মে আদেশে মো. সাহারুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তাঁর অনুকূলে প্রতীক বরাদ্দের আদেশ দেন।

পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিপিএলএ নং ১৭১৩/২২৪ দায়ের করলে ২০ মে ২০২৪ তারিখের আদেশে ‘নো-অর্ডার’ দেওয়া হয়। এ অবস্থায় বাস্তবতার নিরীখে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৯ মে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সব পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী সাহারুল ইসলাম বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে আমি আদালতের দারস্থ হয়েছিলাম। আদালত বিষয়টি বিবেচনায় যথাযথ পদক্ষেপ নিয়েছেন।’

r1 ad
r1 ad