top ad image
top ad image
home iconarrow iconজাতীয়

র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল আমেরিকা

র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল আমেরিকা
ছবি: সংগৃহীত

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমেরিকা কাজ করছে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এমনটি জানান দপ্তরটির উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান—বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে এক বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এমন দাবি কি সত্যি?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহি নিশ্চিতের উদ্দেশ্যে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন বিচার বিভাগকে হোয়াইট হাউস থেকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে।

এদিকে এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও উঠে আসে প্রসঙ্গটি। ওই সাক্ষাৎকারে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, ‘বিচারবহির্ভূত হত্যা কমিয়েছে র‍্যাব, যা সন্তোষজনক।’ তবে তিনি বাংলাদেশের আইন–শৃঙ্খলা আমরা এখনো উদ্বিগ্ন। কারণ তাঁর মতে, অন্য বাহিনী এখনো এই ধরনের অপরাধ করে যাচ্ছে।’

r1 ad
r1 ad