top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব

কেজরিওয়াল জামিনের মেয়াদ বাড়াতে চান

কেজরিওয়াল জামিনের মেয়াদ বাড়াতে চান
ফাইল ছবি

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ ১ জুনের পর বাড়ানোর আবেদন করেছেন। আজ ২৭ মে সোমবার তিনি সুপ্রিম কোর্টে আবেদন জমা দেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

বলা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল নিজের গুরুতর স্বাস্থ্য-ঝুঁকির কথা উল্লেখ করে অন্তবর্তীকালীন জামিনের মেয়ার আরও সাত দিন বাড়ানোর অনুরোধ করেছেন। আবেদনে তিনি বলেছেন, তাঁর ওজন ৭ কেজি কমে গেছে এবং কেটোন মাত্রা বেড়েছে। অবিলম্বে তাঁর পিইটি–সিটি স্ক্যান করা প্রয়োজন। এসব কারণ দেখিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জামিনের মেয়াদ সাত বাড়ানোর আবেদন করেছেন।

দুর্নীতির মামলায় ৫০ দিন কারাগারে থাকার পর গত ১১ মে জামিনে মুক্তি পান অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট আগামী ১ জুন পর্যন্ত তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেন। সেই মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলেন তিনি।

ম্যাক্স হাসপাতালের মেডিকেল টিম ইতিমধ্যে কেজরিওয়ালের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছে। কেজরিওয়ালের আইনি পরামর্শকরা বলেছেন, তাঁর সুচিকিৎসার জন্য এসব পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছেন বিজেপির নেতারা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট তাঁকে বিশেষ সুবিধা দিয়েছে। তবে জামিনের সঙ্গে জড়িত বিচারপতিরা দৃঢ়ভাবে বলেছেন যে, কেজরিওয়ালের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু করা হয়নি।

আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কেজরিওয়াল এই গ্রেপ্তারের বিরুদ্ধে আবেদন জানিয়ে মামলা করেছিলেন প্রথমে নিম্ন আদালতে। সেখানে তা খারিজ হওয়ার পর তিনি যান হাইকোর্টে। সেখানেও প্রত্যাখ্যাত হওয়ার পর যান সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। 

r1 ad
r1 ad