top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব

ইন্দোর: বিজেপির চাপে মাথা নত করেননি অজিত

ইন্দোর: বিজেপির চাপে মাথা নত করেননি অজিত
ফাইল ছবি

বিজেপির সুরাট মডেল ব্যর্থ হয়ে গেল মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে। কেন্দ্রের শাসক দল চেয়েছিল গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রের মতো কৈলাস বিজয়বর্গীয়ের খাসতালুক ইন্দোরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে। জমি তৈরিই ছিল। 

কংগ্রেসের প্রার্থী অক্ষয় বম মনোনয়ন প্রত্যাহার করে নেন। শুধু তাই নয়, শিবির বদল করে যোগ দেন বিজেপিতে। সমস্ত নির্দল এবং অন্যান্য দলের প্রার্থীদেরও মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি করিয়ে ফেলে বিজেপি।

কিন্তু বিনাযুদ্ধে বিজেপিকে জিততে দিতে রাজি ছিলেন না ৩৪ বছরের এক যুবক। তাঁর নাম অজিত সিং পানওয়ার। বামপন্থী দল এসইউসিআই হয়ে তিনি লড়ছেন ইন্দোর লোকসভা কেন্দ্রে। প্রভূত চাপ সত্ত্বেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি হননি।

গত ২০ মে ইন্দোরে নির্বাচন হয়ে গিয়েছে। অত্যন্ত সীমিত শক্তি নিয়েও সংগঠিত বিরোধী রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের ময়দানে থেকেছেন অজিত ও তাঁর সহকর্মীরা। আরেক বামপন্থী দল সিপিআই সমর্থন জানিয়েছে তাঁকে। অজিত কত শতাংশ ভোট পাবেন, এক শতাংশ ভোটও পাবেন কিনা সে উত্তর পাওয়া যাবে ৪ জুন। কিন্তু কংগ্রেসের মতো প্রধান বিরোধী দল যখন বিজেপির চাপের মুখে ইন্দোরের নির্বাচনী ময়দান ছেড়ে চলে গেল, তখন এসইউসির এই তরুণ নেতার লড়াকু মনোভাব নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ২০২৪ সালের ভারতবর্ষে এমন রাজনৈতিক কর্মীর প্রয়োজন আছে বৈকি।

r1 ad
r1 ad