top ad image
top ad image
home iconarrow iconবিশ্ব

ইসরায়েলে হামাসের রকেট হামলা

ইসরায়েলে হামাসের রকেট হামলা
ফাইল ছবি

ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার তারা এই হামলা চালানোর দাবি করে। এরই মধ্যে হামলার শঙ্কায় তেল আবিবে সাইরেন বাজাতে শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে গত চার মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলে কোনো হামলা চালাল হামাস। সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও এবিসি নিউজের প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়।

হামলার তথ্য জানাতে গিয়ে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড থেকে বলা হয়, নিরপরাধ মানুষের ওপর ইহুদিদের হামলার জবাবে ক্ষেপণাস্ত্রসহ হামলা করা হলো।

এনবিসি নিউজের প্রতিবেদক বলছেন, তিনি একটি রকেট ইসরায়েলের দিকে আসতে দেখেছেন। আয়রন ডোম দিয়ে তা ভূপাতিত করা হয়।

হামাস নিয়ন্ত্রিত আল আকসা টিভিতে বলা হয়, গাজা থেকে এই হামলা করা হয়েছে। কতটি রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে স্ট্যান্ড উইথ আস নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ১২টি ড্রোন হামলা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাফাহ এলাকা থেকে অন্তত ৮টি রকেট দিয়ে হামলা করা হয়েছে। তবে, এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তেল আবিবের আশপাশের শহরগুলোতেও সাইরেন বাজানো হয়।

r1 ad
r1 ad