top ad image
top ad image
home iconarrow iconসারা দেশ

খাগড়াছড়িতে পাহাড় ধ্বসের শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড় ধ্বসের শঙ্কা
ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার সন্ধ্যা থেকে খাগড়াছড়িতে বৃষ্টি শুরু হয়েছে। পাহাড় ধ্বস মোকাবিলায় সর্তকতা জারি করছে প্রশাসন। পৌরসভা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঘুর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে জেলার ৯ উপজেলায় ১০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধূরী বলেন, ‘জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা মাঠে কাজ করছি। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।’

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। তাছাড়া সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে বলে জানান তিনি।

r1 ad
r1 ad